Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Viral: With a RSVP card guests are asked how much money they are gifting

উপহারে যেমন টাকা, তেমন খাবার, নিমন্ত্রণে অবাক ঘোষণা

কতটা নগদ উপহার আনলে কী কী খেতে দেওয়া হবে তারও একটি তালিকা দিয়ে দেওয়া হয়েছে। সেখানে আড়াইশো ডলার থেকে শুরু করে পর্যন্ত নগদ উপহার দিলে মেনুতে কী থাকছে উল্লেখ করা হয়েছে।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২০ ১৩:১০
Share: Save:

কখনও নিমন্ত্রণ বাড়িতে গিয়ে দেখেছেন, যেমন উপহার দিচ্ছেন তার উপর ভিত্তি করে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে? হয়তো এমন পরিস্থিতির মুখে পড়েননি কোনও দিন। অনেক সময়ই হয়, সহকর্মীদের জন্য একটি দিন এবং আত্মীয় বন্ধুবান্ধবদের জন্য অন্য একটি দিনে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়। সেটাও হয়তো আয়োজনের সুবিধার্থে। তা বলে একই দিনে সবাইকে ডেকে যিনি যেমন দামের উপহার দেবেন, সেই মতো তাঁদের আপ্যায়নের কথা মনে হয় চোখে দেখেননি। তবে এমনই একটি ঘটনা সামনে এল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

আমন্ত্রণ করার সময়ই হিসাব করে দেখা হয় অতিথি সংখ্যাটা কী দাঁড়াচ্ছে, তাতে আয়োজন করতে সুবিধা হয়। তাই আমন্ত্রণের সময়ই জেনে নেওয়ার চেষ্টা করা হয়, কারা আসছেন আর কারা আসতে পারছেন না। এই কাজের একটি পদ্ধতি হল ‘আরএসভিপি কার্ড’। এটি একটি ফরাসি শব্দবন্ধনীর সংক্ষিপ্ত রূপ, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায়-- দয়া করে জানান, আমন্ত্রণ রক্ষা করতে পারছেন কি না। এতে আমন্ত্রণকর্তার কাছে একটি কার্ড ফেরত্ আসে, তাতেই উল্লেখ থাকে অতিথি আসতে পারছেন কিনা।

এমনই একটি আরএসভিপি কার্ডের ছবি রেডইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, নাম লেখার জায়গা রয়েছে। নীচে বলা হয়েছে অতিথিরা যদি জানান, তাঁরা কেমন উপহার নিয়ে আসছেন, তবে আয়োজন করতে সুবিধা হবে।

আরও পড়ুন: বাঁদরের সেল্ফি, খোয়া যাওয়া মোবাইলের গ্যালারি ভরা বাঁদরামি

কতটা নগদ উপহার আনলে কী কী খেতে দেওয়া হবে তারও একটি তালিকা দিয়ে দেওয়া হয়েছে। সেখানে আড়াইশো ডলার থেকে শুরু করে পর্যন্ত নগদ উপহার দিলে মেনুতে কী থাকছে উল্লেখ করা হয়েছে। এমন মোট চারটি শ্রেণি ভাগ করে দেওয়া হয়েছে। দ্বিতীয় শ্রেণিতে ২৫১-৫০০ মার্কিন ডলারের অতিথিরা। যাঁরা ৫০১ ডলার থেকে এক হাজার ডলার নগদ উপহার দেবেন তাঁদের তৃতীয় শ্রেণিতে রাখা হয়েছে। চতুর্থ শ্রেণিতে রাখা হয়েছে যাঁরা ১০০১ থেকে ২৫০০ মার্কিন ডলার বা তার বেশি নগদ উপহার দেবেন তাঁদের।

আরও পড়ুন: ধাপার মাঠ নয়, ভাড়াটিয়ার বাড়ি, কী করে এই অবস্থা হল দেখুন

আরএসভিপি কার্ডের ছবিটি প্রথমে রেডইটে পোস্ট হলেও পরে তা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আর স্বাভাবিক ভাবেই বেশির ভাগ নেটাগরিক এমন একটি কাজের সমালোচনাই করেছেন। তবে অনেকেই এটিকে সমাজসেবার জন্য তহবিল গঠনের উদ্যোগ বলে মনে করছেন। যদিও স্পষ্ট নয়, এটি কী ধরনের অনুষ্ঠনের আমন্ত্রণপত্র বা সেখানে কত জন আমন্ত্রিত উপস্থিত হয়েছিলেন। কোনও জায়গার ঘটনা এটি, সে সম্পর্কেও বিস্তারিত কিছু তথ্য পাওয়া যায়নি।

দেখুন সেই কার্ডের ছবি:

অন্য বিষয়গুলি:

Viral Food Gift Social Media
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy