আমেরিকার মিসৌরির রেজ ইয়ারবরোর জন্ম থেকেই নেই একটি কান। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
করোনাকালে মাস্ককে সঙ্গী বানিয়েছেন গোটা বিশ্ববাসী। মাস্ক দিয়ে নাক-মুখ ঢেকে করোনার হানা থেকে বাঁচতে চাইছেন সকলে। এই পরিস্থিতিতে বেশ সমস্যায় আমেরিকার মিসৌরির এক যুবতী। কারণ, জন্ম একটি কান নেই তাঁর। যে কারণে মাস্ক পরতে বেজায় সমস্যা হচ্ছে। সেই সমস্যার সমাধানও করেছেন তিনি। সেই ঘটনার ভিডিয়ো শেয়ার করতেই তাঁকে নিয়ে মেতেছেন নেটাগরকিরা।
২০ বছরের ওই যুবতীর নাম রেজ ইয়ারবরো। গোল্ডেনহার সিন্ড্রোমের জন্য জন্ম থেকেই নেই একটি কান। ডান দিকে যে কান আছে, তাতেও ভাল করে শুনতে পান না তিনি। যন্ত্রের সাহায্যে কিছুটা শুনতে পান। কিন্তু করোনাকালে দু’কানে বাঁধার মাস্ক পরতে পারছিলেন না তিনি। কারণ একটি কানই নেই তাঁর।
সম্প্রতি নিজের শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্যাকেট খুলে একটি পপ সকেট কানের জায়গায় লাগালেন তিনি। সেই সকেটে রয়েছে হুক। তা কানের আকারের মতোই কাজ করছে। এটি লাগাতেই তিনি পরে নিলেন মাস্ক। তাতে বেজায় খুশি তিনি। দেখুন সেই ভিডিয়ো—
THAT PLOT TWIST THOUGH 🤯
— creepyposta (@creepyposta) August 9, 2020
📷 rhysyarbrough pic.twitter.com/hsa0Ntdjdm
আরও পড়ুন: অ্যাটাচমেন্ট পাঠানো যাচ্ছে না, সকাল থেকে জি-মেল নিয়ে সমস্যা বিশ্ব জুড়ে
আরও পড়ুন: অ্যান্টিবডিকে রুখতে ‘বর্মবস্ত্র’ পরে রয়েছে করোনাভাইরাস!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy