নৌকায় রয়েছে সি লায়ন। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
আমেরিকার অলিম্পিয়ার কাছে রয়েছে এল্ড ইনলেট। সেই জলাশয়ের থাকা একটি বোটে সম্প্রতি চড়ে বসেছিল সি লায়ন । বিশালাকার দুই সামুদ্রিক প্রাণী জড়াজড়ি করে বসেছিল সেখানে। পেল্লাই আকারের দুই প্রাণী ওইটুকু নৌকায় চড়ে বসায় নৌকার কী অবস্থা হয়েছে, সেই ভিডিয়োয় এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তার পরই তা নিয়ে চর্চা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে।
সি লায়নের নৌকার চড়ার ভিডিয়োটি সম্প্রতি আপলোড করেছেন জোস ফিলিপস। তিনি ওয়াশিংটন ডিপার্টমেন্ট অব ন্যাচারাল রিসোর্সেসে ইন্টার্ন হিসাবে কাজ করেন। ওয়াশিংটনের ওই সংস্থার টুইটার হ্যান্ডল থেকেই পোস্ট করা হয়েছে সেই ভিডিয়ো।
সেখানে দেখা যাচ্ছে, দুই প্রাণীর ভারে নৌকার একদিক পুরো ডুবে গিয়েছে। নৌকাটি যখন চলছে তখন দেখে মনে হচ্ছে এখনই হয়তো তার পিছনের অংশ চলে যাবে জলের তলায়। আর ওই প্রাণীরা নড়লে আরও টলমল হচ্ছে নৌকার অবস্থা। ডুবুডুবু অবস্থা হলেও ডুবে যায়নি নৌকাটি।
দেখুন সেই ভিডিয়ো—
Near, far, wherever you are, make sure your boats are secured before winter storms (or pinniped pirates) start rolling in.
— Washington State Dept. of Natural Resources (@waDNR) December 19, 2019
📹 Thanks to former DNR intern Josh Phillips for this incredible video from Eld Inlet. pic.twitter.com/QQqAokc1Z4
আরও পড়ুন: সহজ করে বোঝাতে শিক্ষিকা পরলেন অ্যানাটমি পোশাক!
আরও পড়ুন: মন্দিরের ভিতরে যৌনতা, ভিডিয়ো ভাইরাল হতেই গ্রেফতার মহিলা
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy