সহানুভূতি আদায়ে খুঁড়িয়ে হাঁটছে কুকুর। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
রাস্তায় কোনও পশুকে অসুস্থ অবস্থায় দেখে অনেকেই বাড়িয়ে দেন সাহায্যের হাত। অসুস্থ প্রাণীর সাহায্যে কেউ খাবার দেন, তো কেউ আবার তার চিকিৎসার ব্যবস্থাও করেন। মানুষের এই সহৃদয়তাকে কাজে লাগিয়ে সম্প্রতি একটি কুকুর যা করল তা দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা।
ব্যাঙ্ককের রাস্তার কুকুর, গি। সম্প্রতি তাকে দেখা যাচ্ছিল, রাস্তা দিয়ে কোনও লোক গেলেই তাঁর দিকে তাকিয়ে খুঁড়িয়ে হাঁটতে। গি তার পিছনের বাঁদিকের পা-টিকে এমন ভাবে রাস্তায় ঘষে হাঁটছিল, দেখে মনে হচ্ছিল, ওই পায়ে ভাল রকম আঘাত লেগেছে। এ ভাবে পথচলতি মানুষের সহানুভূতি ভালই আদায় করছিল সে।
কিন্তু গি-এর অসুস্থতার সেই ‘নাটকে’ বাধ সাধল থাউইপর্ন চোঙপ্লাপলকুল নামের সেই এলাকার এক কুকুরপ্রেমী। তিনি রোজই গি-কে খাবার খাওয়ান। তাই সম্প্রতি গি-কে খুঁড়িয়ে হাঁটতে দেখে তাকে পশু চিকিৎসালয়ে নিয়ে যান তিনি। সেখানে গিয়ে জানা যায়, আসলে সুস্থই রয়েছে গি। শুধুমাত্র মানুষের আকর্ষণ পাওয়ার জন্যই এই কাজ করছে সে।
Ahahaha, clever dog!
— Mad eagle (@notavulture) August 28, 2019
Canny street mutt fakes a broken leg to get attention and food from passers-by in Bangkok pic.twitter.com/4NzMP8hido
গি-এর পা নিয়ে নাটক করার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়েছে। প্রচুর মানুষ সেই ভিডিয়ো দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন। কেউ কেউ আবার গি-য়ের চালাকির প্রশংসাও করেছেন।
আরও পড়ুন: বড়শিতে ধরা পড়েছে মাছ, আর তা খেতে জল উঠে এল কুমির! তারপর...
আরও পড়ুন: সিঙ্গলদের সঙ্গী খুঁজে দিতে ট্রেনে করে ঘুরতে পাঠালো চিন!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy