Viral video: This woman lets massive spiders crawl over her face dgtl
Viral video
মুখে মাকড়শা চরে বেড়ালে নাকি এই মহিলার ‘রিল্যাক্স’ অনুভূত হয়
টার্নির মধ্যে বছর চারেক আগে প্রথম বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণীদের নিয়ে আগ্রহ জন্মায়। আর তারপর তাদের নিয়ে পড়াশোনা করতে থাকেন। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রচুর মাকড়শা-সহ অন্য প্রাণীদের ছবিতে ভর্তি। সেখানে দেখা মিলবে বেশ কয়েক রকমের মাকড়শার।
টার্নি রোবাকের ইনস্টাগ্রাম পেজ থেকে নেওয়া।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯ ১৯:২১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
সাধারণত মানুষ যে প্রাণী বা পোকামাকড়দের সব থেকে বেশি ভয় পায় মাকড়শা তার মধ্যে অন্যতম। কিন্তু সেই মাকড়শাকেই যদি কেউ চোখেমুখে চরতে দেন বা নাকে ঢুকতে দেন তাহলে কী করবেন? আঁতকে উঠবেন! এমনই করেন অস্ট্রেলিয়ার এক মহিলা।
অস্ট্রেলিয়ার প্রাণী-প্রেমী টার্নি রোবাক (২৭)। তাঁর মুখে অবলীলায় চরে বেড়ায় মাকড়শা। আসলে তিনিই এই মাকড়শাগুলিকে চরতে দেন। আর এটি নাকি তাঁকে রিল্যাক্স হতে সাহায্য করে। মুখে মাকড়শা চরছে, এমন বেশ কয়েকটি ছবি, ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্টও করেছেন টার্নি।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বাসিন্দা টার্নির মধ্যে বছর চারেক আগে প্রথম বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণীদের নিয়ে আগ্রহ জন্মায়। আর তারপর তাদের নিয়ে পড়াশোনা করতে থাকেন। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রচুর মাকড়শা-সহ অন্য প্রাণীদের ছবিতে ভর্তি। সেখানে দেখা মিলবে বেশ কয়েক রকমের মাকড়শার।
টার্নির দাবি, বেশির ভাগ মানুষই এই প্রাণীটিকে দেখে ভয় পান। কিন্তু তাঁর মুখে এগুলিকে চরতে দেওয়াকে থেরাপি হিসেবেই দেখেন। এমনকি তাঁর প্রিয় বড় বড় মাকড়শাগুলির সঙ্গে সময় কাটাতে তাঁর বেশ ভাল লাগে।