সিডনির আকাশে হাত ধোয়ার বার্তা। ছবি: টুইটার থেকে নেওয়া।
করোনাভাইরাস থেকে বাঁচতে গোটা বিশ্ব হাত ধোয়ার বার্তা দিচ্ছে। সেই বার্তাই এ বার অভিনব কায়দায় ফুটে উঠল অস্ট্রেলিয়ায় সিডনির আকাশে।আকাশ জুড়ে কেউ লিখে দিয়েছেন, ‘ওয়াশ হ্যান্ডস’। কে, কী ভাবে এমন বার্তা ফুটিয়ে তুললেন সেই উত্তর খুঁজছেন নেটাগরিকরা।
ক্রিস ডুগান নামে এক টুইটার ইউজার ভিডিয়োটি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, নীল আকাশে সাদা অক্ষরে ফুটে উঠেছে হাত ধোয়ার বার্তা, ‘ওয়াশ হ্যান্ডস’। দেখে মনে হবে ছোট বিমানে সাদা ধোঁয়া দিয়ে আকাশে যেমন কোনও কিছু আঁকা বা লেখা হয়, ঠিক সেই ভাবেই এই হাত ধোয়ার বার্তা ফুটিয়ে তোলা হয়েছে।
সিডনি সংলগ্ন ডার্লিং বন্দরেরআকাশে বৃহস্পতিবার এই বার্তা ফুটে ওঠে।কে এই কাণ্ড করলেন সে সম্পর্কে কিছু জানা যায়নি। এমনকি অনেকে এই ছবির কমেন্ট বক্সে লিখেছেন, কখন এমন কাণ্ড হয়ে গেল দেখতেও পেলাম না।
আরও পড়ুন: এক বছর পর মৃত ছেলের হৃদস্পন্দন শুনে কেঁদে ফেললেন বাবা
আরও পড়ুন: ‘করোনা ভাইরাস আসছে’, ৭ বছর আগেই টুইট করে দিয়েছিলেন এক ইউজার!
দেখুন সেই ভিডিয়ো:
A message to Sydney! Wash your hands, ya filthy animals! #handwashing #coronavirusaus #Sydney @NZStuff pic.twitter.com/K2HhhnI7NI
— Christopher (@DugstorNZ) March 12, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy