আমেরিকার আলাস্কায় রয়েছে স্কিলাক লেক। বিশালাকার সেই লেকের উপর দিয়ে উড়ে আসছে কয়েকটি সুপার স্কুপার বিমান। উড়তে উড়তে নীচের দিকে আসতে শুরু করল বিমানগুলি। নীচে নেমে তার পর লেকের জলের উপর দিয়েই ছুটছে বিমান। এ ভাবে জলের উপর দিয়ে কিছুক্ষণ ছুটে তার পর আবার উড়তে শুরু করল সুপার স্কুপার বিমান।
আসলে আলাস্কার স্কিলাক ওয়াইল্ড লাইফ রিক্রিয়েশন এলাকায় আগুন লেগেছে। সেখানকার আগন নেভানোর কাজে লাগানো হয়েছে ওই বিমানগুলিকে। এ ভাবেই স্কিলাক লেক থেকে জল তুলে নিয়ে আগুনের নেভানোর কাজ করছে সুপার স্কুপারগুলি।
ওই লেকে গত ২৪ অগস্ট গিয়েছিলেন ইউএস ফিস অ্যান্ড ওয়াইল্ড লাইফ সার্ভিসের কর্মী স্কট স্লাভিক। তিনিই এই ঘটনার ভিডিয়ো করেন। তার পর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। জলের উপর দিয়ে বিমানের ছুটে চলা দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা।
“Superscooper” plane flies low, skimming a large volume of water from Skilak Lake in Alaska that it will use to help fight the nearby Swan Lake Fire in the Skilak Wildlife Recreation Area. https://t.co/xINLpoGpKM pic.twitter.com/DT7VcqHKuc
— ABC News (@ABC) August 30, 2019
আরও পড়ুন: বিনা অপরাধে ৩৫ বছর জেল খাটায় ২২ কোটি টাকা ক্ষতিপূরণ!
আরও পড়ুন: সহপাঠীকে কান্না থামাতে আট বছরের ছেলের সহানুভূতি দেখে মুগ্ধ নেট দুনিয়া