মাকড়সার জাল। ফাইল চিত্র।
সম্প্রতি চিনের একটি সংবাদ সংস্থা শেয়ার করেছে একটি ভিডিয়ো। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি মাকড়সা। যার দেহের পিছনের অংশ দেখতে অবিকল মানুষের মুখের মতো। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিস্মিত হয়েছেন নেটিজেনরা।
চিনের ওই সংবাদমাধ্যমের খবর অনুসারে, এই মাকড়সা দেখা গিয়েছে চিনের হুনান প্রদেশের য়ুয়ানজিয়াং শহরে। লি নামের এক মহিলার বাড়ির গাছে এই বিশেষ ধরনের মাকড়সাটি দেখা গিয়েছে। সবুজ রঙের এই মাকড়সাটির পিছন অংশটি পুরো মানুষের মুখের মতো। ওই অংশে এক জোড়া চোখও দেখা যাচ্ছে।
মানুষের মুখের মতো মাকড়সার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল। এই ভিডিয়ো দেখে নেটিজেনদের ঘোর কিছুতেই কাটছে না। কেউ এই ধরনের মাকড়সার ধরন সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন তো কেউ এই ধরনের মাকড়সাকে এলিয়ান বলে চিহ্নিত করেছেন।
Has spiderman been found? This spider with a humanlike face on its back was found at a home in C China's Hunan and has gone viral on Chinese social media. Do you know its species? pic.twitter.com/0iU6qaEheS
— People's Daily, China (@PDChina) July 16, 2019
আরও পড়ুন: প্রতিবেশীর বাড়িতে ড্রোনে করে বাজি বর্ষণ! কারণ শুনলে চমকে যাবেন
আরও পড়ুন: পা দিলেই ব্রিজে তৈরি হচ্ছে ‘ফাটল’! তবুও এই ব্রিজ দিয়ে কী করে হেঁটে যাচ্ছেন পথচারীরা?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy