শেনঝেন শহরের বহুতল। ছবি—এএফপি।
চিনের শেনঝেন শহরের এক গগনচুম্বী বহুতল। এর উচ্চতা প্রায় ৯৮০ ফুট। অর্থাৎ প্রায় ৯০ তলা উঁচু বাড়ি এটি। মঙ্গলবার সেই বহুতল হঠাৎই কাঁপতে শুরু করে। যার জেরে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় ওই এলাকায়। বহুতলের ভিতরে থাকা সকলে বেরিয়ে আসতে শুরু করেন এবং রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। এই ঘটনার ভিডিয়ো ক্যামেরাবন্দি করেছিলেন সেখানে উপস্থিত অনেকে। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
২০০০ সালে তৈরি হওয়া এই বহুতলের বড় অংশ জুড়ে রয়েছে ইলেকট্রনিক্স দ্রব্যের বাজার। একাধিক সংস্থার অফিসও রয়েছে সেখানে। চিনের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দুপুর ১টা নাগাদ দুলতে শুরু করে সেটি। আড়াইটের মধ্যে তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, বহুতলটি এমন ভাবে দুলছিল, দেখে মনে হচ্ছিল যেন ভেঙে পড়বে। সেই আতঙ্কেই ওই এলাকা ছেড়ে নিরাপদে যাওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় মানুষের মধ্যে। দেখুন সেই ভিডিয়ো—
যদিও কেন এ ভাবে বহুতলটি কাঁপতে শুরু করল, তার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। প্রশাসনের আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই সময় শেনঝেন এবং তৎসংলগ্ন এলাকায় কোনও ভূমিকম্প হয়নি বলে জানানো হয়েছে।
As if all the weird things coming from China weren't enough, in another one, a building, SEG Plaza Building in Shenzhen, began to shake for unknown reasons which caused evacuation and chaos.
— KreatelyOSINT🔸🌍 (@KreatelyOSINT) May 18, 2021
More videos in the thread. pic.twitter.com/R6qokkt1cw
The #SEG Plaza building is shaking, and there was no earthquake! In #华强北 in #Shenzhen, people and authorities are alarmed as it seems there might be structural issues with the tower. The SEG is a 356m landmark skyscraper, at the heart of the electronic center of Shenzhen. pic.twitter.com/LMYDyHbRHj
— Daniel Camilo (@DanielOlimac) May 18, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy