Advertisement
১৩ নভেম্বর ২০২৪
Viral Video

রাকুনের হাত ধোয়া থেকে শিক্ষা নিচ্ছেন নেটাগরিকরা

হাত ধুচ্ছে রাকুন। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

হাত ধুচ্ছে রাকুন। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

সংবাদ সংস্থা 
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২০ ১৫:৪৪
Share: Save:

করোনাভাইরাস সংক্রমণ রুখতে অন্যমত ভরসা সোশ্যাল ডিসট্যান্সিং ও হাত শুদ্ধিকরণ। তা করার জন্য জনসাধারণকে সতর্ক করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। কিন্তু করোনা নিয়ে ত্রাসের আবহেই একটি রাকুন যে ভাবে নিজের হাত পরিষ্কার রাখছে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার পারভিন কাসওয়ান নিজের টুইটার হ্যান্ডল থেকে শুক্রবার শেয়ার করেছেন সেই ভিডিয়ো। সেটি টিকটকে তৈরি একটি ভিডিয়ো। তা আপলোড করে পারভিন লিখেছেন, ‘‘প্রত্যেকের নিজের হাত যত্নসহকারে ধোয়া উচিত।’’

সেখানে দেখা যাচ্ছে, লাল রঙের গামলায় রাখা আছে পরিষ্কার জল। নীল রঙের গামলায় সাবান জন। রাকুনটি সাবান জলে নিজের হাত ডুবিয়ে ভাল করে কচলে নিল। তার পর পরিষ্কার জলে রগরে রগরে ধুয়ে নিল সেই হাত। প্রাণীর এই কার্যকলাপ থেকেই মানুষকে শিক্ষা নিতে বলছেন নেটাগরিকরা। দেখুন সেই ভিডিয়ো—

আরও পড়ুন: করোনা সতর্কতা: সদ্যোজাতদের মুখ আবরণ দিয়ে ঢাকছে হাসপাতাল

আরও পড়ুন: পোশাক নয়, শুধুমাত্র বালিশ দিয়ে শরীর ঢাকার এই চ্যালেঞ্জে মেতেছেন নেটাগরিকরা

অন্য বিষয়গুলি:

Viral Video Tiktok
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE