অস্ট্রেলিয়ার দাবানলের ভয়াবহতার ছবি। ছবি: টুইটার ও ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
প্রতিদিন সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়ায় অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলের ছবি উঠে আসছে। এমনই দু’টি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী প্রবীণ কাসওয়ান তাঁর ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। ভিডিয়োটি হেলিকপ্টার থেকে রেকর্ড করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি বিশাল অংশ জুড়ে দাউ দাউ করে জ্বলছে আগুন। আগুনের লেলিহান শিখা আর ধোঁয়ায় চারধার ঢেকে যাচ্ছে।
প্রবীণ ভিডিয়োটি ৩ ডিসেম্বর পোস্ট করেছেন। এখনও পর্যন্ত ভিডিয়োটি প্রায় ৫০ হাজার বার দেখা হয়েছে। সেই সঙ্গে সমানে লাইক আরকমেন্ট পড়েছে। প্রচুর ইউজার ভিডিয়োটি শেষার করেছেন।
দেখুন সেই ভিডিয়ো:
You want to see how does #Australian #Wildfire looks like. Disaster of unprecedented proportion for #wildlife. They say about 500 million animals have perished. 15 million acre #forest is lost. A global disaster !!
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) January 4, 2020
Courtesy Glen Morey. pic.twitter.com/4CvZXALg8w
অস্ট্রেলিয়ার দাবানলের আর একটি ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কী ভায়বহ অবস্থায় রয়েছে বন্যপ্রাণীরা, এই ছবিটি দেখলেই তা বোঝা যায়। ছবিটিতে দেখা যাচ্ছে, একটি জঙ্গল, যা পুড়ে শেষ হয়ে গিয়েছে। তার সামনে একটি কাঁটা তারের বেড়া। আর সেই বেড়াতেই ঝুলে রয়েছে একটি ক্যাঙারুর মৃতদেহ।
আরও পড়ুন:
আগুন লাগার পর সম্ভবত ক্যাঙারুটি পালানোর চেষ্টা করছিল। কিন্তু ওই কাঁটা তারের বেড়া টপকাতে পারেনি। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে সেখানেই মারা যায় সে। ক্যাঙারুটির আধপোড়া দেহ ঝুলে রয়েছে সেই কাঁটা তারেই।
দেখুন সেই ছবি:
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy