অ্যাকোয়ারিয়ামে ঘুরছে পেঙ্গুইন। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
করোনাভাইরাস আতঙ্কে বিশ্বের বিভিন্ন দেশেই বন্ধ হয়ে গিয়েছে বেশির ভাগ দর্শনীয় স্থান। আমেরিকার শিকাগোতে শেড অ্যাকোয়ারিয়ামেও বন্ধ দর্শকদের প্রবেশ। করোনার আতঙ্কে ফাঁকা সেই অ্যাকোরিয়ামে দু’টি পেঙ্গুইন যা করেছে, তার ভিডিয়ো নিজেদের টুইটার হ্যান্ডল থেকে আপলোড করেছেন অ্যাকোয়ারিয়াম কর্তৃপক্ষ। সেই ভিডিয়োগুলি এখন ভাইরাল।
শেড অ্যাকোয়ারিয়ামের পোস্ট থেকে জানা গিয়েছে, ওই পেঙ্গুইন জুটির নাম এডওয়ার্ড ও অ্যানি। নিজেদের ঘর থেকে বেরিয়ে তারা কাচ দিয়ে ঘেরা বিভিন্ন প্রাণীর ঘরের সামনে ঘুরছে। এ ভাবে ঘুরতে ঘুরতে তারা চলে গিয়েছে সেখানকার ইনফরমেশন ডেস্কের কাছেও। অন্য প্রাণীর ঘরের সামনে গিয়ে তাদের দুষ্টুমিতে মজেছেন নেটাগরিকরা।
জানা গিয়েছে, করোনার জেরে অ্যাকোরিয়াম বন্ধ থাকায় ছেড়ে রাখা হয়েছে ওই দুই পেঙ্গুইনকে। ইনফরমেশন ডেস্কের কর্মীরাও ছুটিতে। কেবল অ্যাকোয়ারিয়ামের প্রাণীদের দেখাশোনার জন্য কয়েক জন কর্মী থাকছেন সেখানে।
আরও পড়ুন: করোনা চাপ কাটাতে ‘এক দো তিন’ গানে নাচ গ্রিসের মহিলার
এডওয়ার্ড ও অ্যানির মোট তিনটি ভিডিয়ো আপলোড করা হয়েছে গত তিন দিনে। সেগুলি ইতিমধ্যেই দেখে ফেলেছেন ৫০ লক্ষেরও বেশি ইউজার। দেখুন সেই ভিডিয়োগুলি—
The adventure continues! 🐧🐧
— Shedd Aquarium (@shedd_aquarium) March 16, 2020
This morning, Edward and Annie explored Shedd’s rotunda. They are a bonded pair of rockhopper penguins, which means they are together for nesting season. Springtime is nesting season for penguins at Shedd, and this year is no different! (1/3) 👇 pic.twitter.com/VdxN3oQAfe
আরও পড়ুন: শুরু হল মুজিববর্ষ: একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি
While this may be a strange time for us, these days feel normal for animals at Shedd. Our caregivers are constantly providing new experiences for the animals to explore and express their natural behaviors with. Let us know what penguin activities you would like to see! (3/3) pic.twitter.com/ftlow7iPHl
— Shedd Aquarium (@shedd_aquarium) March 16, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy