বিমানবন্দরে ছাদ থেকে খসে পড়ছে আস্তরণ। ছবি: টুইটার থেকে নেওয়া।
চিনা পণ্যের মান নিয়ে বিভিন্ন দেশে বরাবরই প্রশ্ন দেখা দেয়। তাও সস্তার পণ্য তৈরি করে বিশ্বের বহু দেশের বাজারের অনেকটা অংশ দখল করে নিয়েছে চিন, পাকিস্তানেও ছবিটা ভিন্ন নয়। সেখানেও বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা করে যাচ্ছে পাকিস্তানের 'বন্ধু দেশ' চিন। কিন্তু সস্তার কী অবস্থা তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, এমনই দাবি করা হয়েছে একটি ভাইরাল ভিডিয়োতে।
অনিল চোপড়া নামে এক ব্যক্তির টুইটার হ্যান্ডলে ভিডিয়োটি পোস্ট হয়েছে। সেটি পাকিস্তানের ইসলামাবাদ এয়ারপোর্টের দৃশ্য বলে জানানো হয়েছে। ভিডিয়োটি বিজেপি সাংসাদ রাজীব চন্দ্রশেখরও পোস্ট করেছেন। সেখানে তিনি আবার চিন-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে খোঁচাও দিয়েছেন।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি বিমানবন্দরের টার্মিনালের একটি অংশের ছাদ থেকে সাদা চাঙড়ের মতো কিছু খসে খসে পড়ছে। আসলে সেগুলি ফলস সিলিংয়ের অংশ। দেখা যাচ্ছে, বিমানবন্দরের ওই অংশে রীতিমতো আলো জ্বলছে, আশপাশে কিছু লোকজনও ঘোরাফেরা করছেন, অর্থাৎ তা মোটেও কোনও পরিত্যক্ত অংশ নয়।
আরও পড়ুন: সত্যিই বিনা মেঘে বজ্রপাত, পরিষ্কার নীল আকাশ থেকে নেমে এল বিদ্যুতের ঝলক
আরও পড়ুন: হাঙরের মুখ থেকে স্ত্রীকে বাঁচাতে কী করলেন দেখুন যুবক
অনিল চোপড়া তাঁর টুইটে জানিয়েছেন, "এটি চাইনিজ স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন ২০১৮ সালে তৈরি করেছে।" অর্থাৎ বছর দুয়েক মাত্র বয়স এই নির্মাণ কাজের। ফলে এখনই যদি এই অবস্থা হয় তবে পরে কী হবে, সে প্রশ্নও তুলছেন নেটাগরিকরা। সেই সঙ্গে তাঁরা চৈনিক পণ্যের মান নিয়েও মজা করতে ছাড়েননি।
দেখুন সেই ভিডিয়ো:
🌈Islamabad international aiport. Partially funded and fully built by Chinese State Construction Engineering Corporation in 2018.😁😁 pic.twitter.com/oI9RHvRb1i
— Aviator Anil Chopra (@Chopsyturvey) August 17, 2020
So #China built this Airport for #Pakistan 😁 A beautiful perfect representative of their “relationship” 😁😁#UnmaskingChina#BoycottMadeInChina pic.twitter.com/godkjUeiFR
— Rajeev Chandrasekhar 🇮🇳 (@rajeev_mp) August 17, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy