বাচ্চাদের বাঁচাতে সাপের সঙ্গে কাঠঠোকরার লড়াই। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
বাসার ভিতর ঢুকে গিয়েছে সাপ। কিন্তু ভিতরে রয়ে গিয়েছে বাচ্চারা। সেই সাপের হাত থেকে বাচ্চাদের রক্ষা করতে মা কাঠঠোকরা যে ভাবে যুদ্ধ করছে তা দেখে স্তম্ভিত নেটাগরিকরা।
ভিডিয়োটি নিজের টুইটার হ্যান্ডল থেকে রবিবার বিকালে পোস্ট করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার সুশান্ত নন্দা। যা ইতিমধ্যেই ভাইরাল। সেই ভিডিয়ো পোস্ট করে তিনি লিখেছেন, ‘‘এই পৃথিবীর কোনও শক্তি মায়ের ভালবাসাকে হারাতে সমর্থ নয়। কাঠঠোকরা নিজের বাচ্চাদের বাঁচাতে সাপের সঙ্গে লড়াইয়ে নেমেছে।’’
২৭ সেকেন্ডের সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, গাছের কোটরে কাঠঠোকরার বাসায় ঢুকে গিয়েছে সাপটি। বাইরে থেকেই সেই সাপকে ঠোকরাচ্ছে মা পাখি। পাখির ঠোক্কর খেয়ে তার দিকে ছোবল মারতে গেল সাপটি। সঙ্গে সঙ্গে উড়ে গিয়ে প্রাণ বাঁচাল সে। তার পর ফের ঠোঁট দিয়ে ধরল সাপকে। এ ভাবেই চলতে থাকল তাদের মধ্যে লড়়াই। দেখুন সেই ভিডিয়ো—
All the forces on this planet, will never beat that of a mothers love.
— Susanta Nanda (@susantananda3) March 1, 2020
Wood pecker saving its chicks after a fierce air duel with the snake👍🏻 pic.twitter.com/mvBo7OWN74
আরও পড়ুন: কোচের ক্যাচ আঘাত থেকে রক্ষা করল জিমন্যাস্টকে, দেখুন ভিডিয়ো
আরও পড়ুন: মোটা বলে বিয়ে করেনি প্রেমিক, ৫১ কেজি ওজন কমিয়ে তিনিই এখন মিস গ্রেট ব্রিটেন
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy