অস্ট্রেলিয়ার ফুটবল মাঠে ক্যাঙারু। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
বিভিন্ন প্রাণীর মজাদার কীর্তির ভিডিয়ো প্রায়শই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। খেলা চলাকালীন মাঠে কুকুর বা গরু ঢুকে পড়ার দৃশ্যও হামেশাই দেখতে পাওয়া যায়। সে রকমই দু’টি ক্যাঙারু মাঠে ঢুকে দখল নিল ফুটবল ম্যাচের।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের একটি স্টেডিয়ামে চলছিল অস্ট্রেলিয়ান ফুটবল লিগের ম্যাচ। সেই ম্যাচের খেলা চলতে চলতেই মাঠে ঢুকে পড়ে দু’টি ক্যাঙারু। ঢুকেই মাঠের মধ্যে দৌড় শুরু করে তারা। যার জেরে দাঁড়িয়ে পড়েন খেলোয়াড়রা। তারা ক্যাঙারু দু’টিকে বের করার চেষ্টা করেন। কিন্তু তাঁদের বাধাকে পাত্তা না দিয়েই নিজেদের মতো দৌড়তে থাকে অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণীরা।
সেই ঘটনার ভিডিয়ো ক্যামেরা বন্দি করেছিলেন শারি ক্যাসেলারি। শনিবার অস্ট্রেলিয়ান ফুটবল লিগ (এএফএল)-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে তা পোস্ট করতেই ভাইরাল হয়েছে। সেই ভিডিয়ো এখনও অবধি দেখেছেন ৩৮ হাজার নেটাগরিক। দেখুন সেই ভিডিয়ো—
"Put him in the ruck!"
— AFL (@AFL) July 18, 2020
Community footy is back in New South Wales and the locals are...jumping...for joy 🦘 #AFL
🎥: Sharri Castellari pic.twitter.com/dNA0VMMZC4
আরও পড়ুন: করোনা ছড়িয়েছে উহানের গবেষণাগার থেকেই? গোপন কেব্ল ফাঁস করল আমেরিকা
আরও পড়ুন: টিভির পর্দায় খবর পড়তে পড়তে দাঁত খুলে চলে এল মহিলা সংবাদিকের
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy