জিরাফ। ছবি টুইটার থেকে নেওয়া।
পৃথিবীর বুকে সবথেকে লম্বা প্রাণী জিরাফ। তার পা যেমন লম্বা, তেমনই লম্বা গলা। তাই গাছের উঁচু ডালের পাতা খেতে কোনও অসুবিধাই হয় না জিরাফের। কিন্তু এই লম্বা প্রাণীকে ঘাস খেতে দেখেছেন কখনও? সম্প্রতি জিরাফের ঘাস খাওয়ার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।
পা অনেক লম্বা হওয়ায় সরাসরি মুখ নামিয়ে ঘাস খাওয়া জিরাফের পক্ষে অসম্ভব। তাই ঘাস খাওয়ার সময় সামনের পা দু’টিকে দু’পাশে প্রসারিত করে সে। তার পর মুখ নামিয়ে ঘাস খায়। তবে বেশি ক্ষণ এ ভাবে থাকতে পারে না জিরাফ। ঘাস মুখে পুরেই লাফিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। তার পর সেই ঘাস খায়। খাওয়া হয়ে গেলে ফের পা ফাঁক করে ঘাস খেতে উদ্যত হয়।
ড্যানিলেন অলাদঁ নামের এক টুইটার ব্যবহারকারী শেয়ার করেছেন জিরাফের ঘাস খাওয়ার এই ভিডিয়ো। যা ইতিমধ্যেই দেখা হয়েছে ১ কোটির বারের বেশি। সেটিতে লাইকই পড়েছে ২ লক্ষাধিক। দেখুন সেই ভিডিয়ো—
I’ve never wondered how a Giraffe eats grass before, but this is majestic! pic.twitter.com/9pjbTugdKm
— Daniel Holland (@DannyDutch) October 12, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy