দুর্ঘটনার জেরে এ ভাবেই পিষে গিয়েছে গাড়িটি। ছবি টুইটার থেকে সংগৃহীত।
লেভেল ক্রশিং পড়েছিল একদিকে। কিন্তু তা লক্ষ্য না করেই রেল লাইনের উপরে এসেছিল বিএমডব্লিউ গাড়িটি। সে সময়ই সেখান দিয়ে দ্রুত গতিতে ছুটে যাওয়া ট্রেন খেলনা গাড়ির মতো পিষে দিয়ে গেল বিএমডব্লিউ গাড়িটিকে। এই ভয়ঙ্কর দুর্ঘটনার ভিডিয়ো দেখে শিউরে উঠছেন নেটাগরিকরা।
এই দুর্ঘটনা মঙ্গলবার দুপুরে ঘটেছে আমেরিকার লস অ্যাঞ্জেলসে। ঘটনাটির ভিডিয়ো বৃহস্পতিবার নিজেদের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছে লস অ্যাঞ্জেলস পুলিশ। যা ইতিমধ্যেই দেখে ফেলেছেন ৫০ হাজারের কাছাকাছি ইউজার। ভিডিয়োটি আপলোড করে পুলিশ লিখেছে, ‘‘অসাবধানতার ভয়ঙ্কর পরিণতি। গুরুতর আহত হলেও ভাগ্যক্রমে চালক মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন।’’ রেল লাইনের পাশ দিয়ে গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বনের কথাও নেটাগরিকদের মনে করিয়ে দিয়েছে পুলিশের এই টুইট।
দেখুন সেই দুর্ঘটনার ভিডিয়ো—
This could’ve had a tragic outcome. Fortunately the driver survived with minor injuries, but this should serve as a good reminder to all of us — pay attention near train tracks, and always obey all traffic signals and devices. pic.twitter.com/udDSkeDTPn
— LAPD HQ (@LAPDHQ) March 5, 2020
ট্রেনের সঙ্গে দুর্ঘটনার পর ওই বিএমডব্লিউ গাড়িটির কী অবস্থা হয়েছে, সেই ছবিও পোস্ট করেছে পুলিশ। দেখুন সেই ছবি—
This picture speaks for itself. #TrainCrossing #TrafficSafety pic.twitter.com/6B6zSMIuwV
— Commander Marc Reina (@LAPDMarcReina) March 4, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy