Advertisement
৩০ অক্টোবর ২০২৪
US President

গল্ফকোর্সে তিন মাসের শিশুকে দেখে কী করলেন ওবামা? দেখুন ভিডিয়ো...

তিন মাসের সেই শিশুকে দেখে ওবামা যা করলেন, সেই ভিডিয়ো দেখেই পুলকিত নেটিজেনরা।

তিন মাসের বাচ্চাকে কোলে নিয়ে আদর ওবামার। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

তিন মাসের বাচ্চাকে কোলে নিয়ে আদর ওবামার। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

সংবাদ সংস্থা 
হাওয়াই শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ ১৫:১১
Share: Save:

হাওয়াই দ্বীপপুঞ্জে সম্প্রতি ছুটি কাটাতে গিয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছুটি কাটাতে গিয়ে হাওয়াইয়ের কাইলু শহরের কানেহো ক্লিপ্পার গ্লফ কোর্সে গিয়েছিলেন তিনি। সেখানে গল্ফ খেলার পর যখন সঙ্গীদের নিয়ে ফিরছিলেন, তখন দেখতে পেলেন মায়ের কোলে থাকা একটি ছোট্ট বাচ্চাকে। তিন মাসের সেই শিশুকে দেখে ওবামা যা করলেন, সেই ভিডিয়ো দেখেই পুলকিত নেটিজেনরা।

গল্ফ কোর্সের সেই ভিডিয়োটি তুলেছিলেন আন্দ্রিয়া জোনাস। টুইটারে সেই ভিডিয়ো পোস্ট করে তিনি লিখেছেন, ‘‘প্রেসিডেন্ট ওবামা এলেন। হাসিমুখে আমার ভাইঝি রিলেইকে কোলে নিতে চাইলেন। হাওয়াইয়ে গল্ফ খেলছিলেন তিনি।’’

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, শিশুটিকে কোলে নিলেন নোবেলজয়ী মার্কিন প্রেসিডেন্ট। শিশুটিকে দোলাতে দোলাতে আদর করছেন। তার পর কপালে দিলেন স্নেহের চুম্বন। দেখুন সেই ভিডিয়ো—

সে সময়ের কথা মনে করে রিলেইয়ের মা টিফানি লিউয়িস সেখানকার এক স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওবামার কোলে থাকার মুহূর্তে তিনি ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলেন।

অন্য বিষয়গুলি:

Barack Obama Viral Video Hawaii Kiss President
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE