তিন মাসের বাচ্চাকে কোলে নিয়ে আদর ওবামার। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
হাওয়াই দ্বীপপুঞ্জে সম্প্রতি ছুটি কাটাতে গিয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছুটি কাটাতে গিয়ে হাওয়াইয়ের কাইলু শহরের কানেহো ক্লিপ্পার গ্লফ কোর্সে গিয়েছিলেন তিনি। সেখানে গল্ফ খেলার পর যখন সঙ্গীদের নিয়ে ফিরছিলেন, তখন দেখতে পেলেন মায়ের কোলে থাকা একটি ছোট্ট বাচ্চাকে। তিন মাসের সেই শিশুকে দেখে ওবামা যা করলেন, সেই ভিডিয়ো দেখেই পুলকিত নেটিজেনরা।
গল্ফ কোর্সের সেই ভিডিয়োটি তুলেছিলেন আন্দ্রিয়া জোনাস। টুইটারে সেই ভিডিয়ো পোস্ট করে তিনি লিখেছেন, ‘‘প্রেসিডেন্ট ওবামা এলেন। হাসিমুখে আমার ভাইঝি রিলেইকে কোলে নিতে চাইলেন। হাওয়াইয়ে গল্ফ খেলছিলেন তিনি।’’
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, শিশুটিকে কোলে নিলেন নোবেলজয়ী মার্কিন প্রেসিডেন্ট। শিশুটিকে দোলাতে দোলাতে আদর করছেন। তার পর কপালে দিলেন স্নেহের চুম্বন। দেখুন সেই ভিডিয়ো—
President Obama gracefully walked up and asked to hold my niece Riley. He was golfing in Hawaii. My niece is the GOAT period. #Hawaii #obama #President #MichelleObama pic.twitter.com/u6gmhGqzx4
— Andrea Jones (@itsanicholle) December 19, 2019
সে সময়ের কথা মনে করে রিলেইয়ের মা টিফানি লিউয়িস সেখানকার এক স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওবামার কোলে থাকার মুহূর্তে তিনি ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy