গ্যালারিতে বসেই চুম্বন। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
চলছে ইকুয়েডরের ফুটবল লিগের ম্যাচ। বার্সেলোনা এসসি ও ডেলফিনের মধ্যে হওয়া সেই ম্যাচে গ্যালারি ছিল কানায় কানায় ভর্তি। ম্যাচের সময় গ্যালারিতে বসেছিলেন এক ব্যক্তি। এক ব্রিটিশ দৈনিকের প্রতিবেদন অনুসারে ওই ব্যক্তির নাম দেইভি আন্দ্রাদে। ম্যাচের সময়ই গ্যালারিতে তাঁর পাশে বসে থাকা এক মহিলাকে জড়িয়ে ধরে চুম্বন করছিলেন আন্দ্রাদে।
সেই চুম্বনের দৃশ্য টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে যায়। তা ভেসে উঠে স্টেডিয়ামের বড় পর্দায়। তা দেখেই অস্বস্তিতে পড়ে যান আন্দ্রাদে। সঙ্গে সঙ্গে সঙ্গিনীর ঠোঁট থেকে ঠোঁট সরিয়ে নেন তিনি। কিন্তু তত ক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। এর পর ওই চুম্বনের ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।
সেই ভিডিয়ো ভাইরাল হতেই বেজায় অস্বস্তিতে পড়েছেন ওই ব্যক্তি। বান্ধবীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ায় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে স্ত্রীর কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন ওই ব্যক্তি। স্ত্রীর উদ্দেশে তিনি লিখেছেন, ‘‘আমি যা করেছি তার জন্য দুঃখিত। আমাকে ক্ষমা করো। আমি তোমার কাছে ফিরে যেতে চাই।’’
দেখুন সেই ভিডিয়ো—
When you kiss your girlfriend, then realise you’re on tv and your wife could be watching 😳
— Football Mumble (@football_mumble) January 19, 2020
pic.twitter.com/ifkvJGuwen
আরও পড়ুন: সাড়া দিচ্ছে না ‘সঙ্গিনী’, রাগে ক্যামেরা ভাঙল কোমোডো ড্রাগন
আরও পড়ুন: অনাহারে মৃতপ্রায় সিংহেরা, বাঁচানোর আর্তি সোশ্যাল মিডিয়ায়
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy