করোনা চিকিৎসার পর হাত ধুচ্ছেন চিকিৎসক। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
করোনাভাইরাস প্রতিরোধে বারবার হাত ধোয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। কিন্তু এক জন করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা করার পর এক জন চিকিৎসককে কত বার হাত স্যানিটাইজ করতে হয়? সেই ভিডিয়োয় সম্প্রতি শেয়ার করেছে চিনের একটি সংবাদমাধ্যম। তা দেখে অবাক হচ্ছেন নেটাগরিকরা।
করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসা করার আগে বহুস্তরীয় পোশাক পরেন চিকিৎসকরা। জুতো বা হাতেও থাকে গ্লাভস। পোশাকের প্রত্যেকটি স্তর ছেড়ে ফেলার পর, একবার করে হাতে স্যানিটাইজার দিচ্ছেন ওই চিকিৎসক। ভিডিয়োতে দেখা যাচ্ছে, আইসোলেশন রুম থেকে বেরিয়ে জুতোর কভার খুললেন। তা নির্দিষ্ট জায়গায় রেখে হাতে ধুলেন। এ ভাবে তিনি গ্লাভস, মেডিক্যাল গ্রাউন সহ সমস্ত পোশাক খুলছেন ও হাত ধুচ্ছেন । প্রতিরক্ষামূলক পোশাক খোলার সময় তাঁকে মোট ১১ বার হাত ধুতে দেখা গেল।
তা দেখেই অবাক হচ্ছেন নেটাগরিকরা। চিকিৎসকদের কতটা সতর্ক হয়ে কাজ করতে হয়, সে ব্যাপারটিও উঠে আসছে তাঁদের আলোচনায়। দেখুন সেই ভিডিয়ো—
Do you know how many times a doctor has to wash her hands to get off work? #COVID19 pic.twitter.com/gL2N1xMC7Y
— CGTN (@CGTNOfficial) March 16, 2020
আরও পড়ুন: সীমান্ত আটকাবে ইউরোপ, কোমর বাঁধছে আমেরিকাও
আরও পড়ুন: ‘কলকাতা থেকে পড়তে এসে আটকে পড়েছি ইটালিতে, আমাদের বাঁচান!’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy