লাইভ ফিল্টারের সময় ফিল্টার ঝঞ্ঝাট। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
আমেরিকার নর্থ ক্যারোলিনায় সম্প্রতি হচ্ছিল তুষারপাত। আবহাওয়ার সেই পরিস্থিতি দর্শকদের সামনে তুলে ধরতে লাইভ রিপোর্টিং করতে গিয়েছিলেন জাস্টিন হিন্টন নামের এক সাংবাদিক। লাইভ রিপোর্টিং করার সময় যা ঘটেছে তার ঘটনা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তার পরই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে নেটাগরিকদের মধ্যে।
ক্যারোলিনার অ্যাশভিল এলাকায় লাইভ করতে গিয়েছিলেন তিনি। ক্যামেরা সামনে রেখে নিপুণ দক্ষতাতেই আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরছিলেন। কিন্তু এই কাজ করার সময় তাঁর অজান্তেই ক্যামেরার ফিল্টার চালু হয়ে যায়। যার জেরে তাঁর মুখের উপর ভেসে উঠতে থাকে একের পর এক প্রতিকৃতি। কখনও হেলমেট তো কখনও বিড়াল। কখনও সান্তা ক্লজের টুপি তো কখনও নকল দাড়ি। যদিও জাস্টিন জানতেই পারেননি যে তাঁর লাইভে এই ঘটনা ঘটছে। তিনি নিজের ছন্দেই করে যাচ্ছেন ওয়েদার রিপোর্টিং।
এই দেখে নেটাগরিকরা হেসে লুটোপুটি খাচ্ছেন। ভিডিয়োটিতে বিভিন্ন মজাদার মন্তব্যও করেছেন তাঁরা। দেখুন সেই ভিডিয়ো—
When you're trying to do a serious Facebook Live about the weather and you accidentally tap the Mystery Mask filter. Poor Justin Hinton. 🤣 More on this story: http://bit.ly/2PexYkK
আরও পড়ুন: টানা সওয়া আট ঘণ্টা প্ল্যাঙ্ক করে গিনেস বিশ্বরেকর্ড প্রাক্তন মার্কিন নৌ সেনার
আরও পড়ুন: প্লেটে কিলবিল করছে কেঁচো, তা তুলে তুলে খাচ্ছেন ব্যক্তি!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy