১০১ বছর পর উদ্ধার হওয়া সেই জাহাজ। ছবি নায়াগ্রা পার্কের ওয়েবসাইট থেকে সংগৃহীত।
হ্যালুইনের রাতে প্রবল বেগে ঝড় বইছিল নায়াগ্রা জলপ্রপাত সংলগ্ন এলাকায়। সেই ঝড়ের জেরে ভেসে এল একটি বিশালাকার নৌকা। ১৯১৮-র একটি দুর্ঘটনার পর জলপ্রপাতের কাছে অগভীর খাদে ডুবেছিল জাহাজটি। ১০১ বছর ধরে ডুবে থাকার পর ঝড় তুলে নিয়ে এল সেটিকে।
এই ঘটনার কথা সম্প্রতি নিজেদের নিজেদের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছে কানাডার অন্টারিও প্রদেশের সরকারি সংস্থা নায়াগ্রা পার্ক। তারা জানিয়েছে ১৯১৮-র ৬ অগস্টে একটি দুর্ঘটনায় ডুবে গিয়েছিলে ওই নৌকাটি। হ্যালুইনের রাতে প্রবল ঝড় ও তার জন্য তৈরি হওয়া প্রবল স্রোতের জেরে নৌকাটি উঠে এসেছে বলে জানিয়েছেন নায়াগ্রা পার্ক কমিশনের সিনিয়র ম্যানেজার জিম হিল।
নৌকাটিকে ভেসে যেতে দেখে সেখানে থাকা দু’জন ব্যক্তি নৌকাটিকে আটকানোর চেষ্টা করেছিলেন। তাঁরা নৌকার নীচের দরজা ধরে নৌকার গতি কমানোর চেষ্টা করেছিলেন। পার্ক কর্তৃপক্ষ ও ইউএস কোস্টগার্ডের যৌথ প্রচেষ্টার তাঁদের উদ্ধার করা হয়েছে। দেখুন সেই ভেসে ওঠা নৌকার ভিডিয়ো-
The severe weather conditions experienced yesterday have caused the iron scow, which has remained lodged in the powerful upper rapids above the Falls for over a century, to shift significantly from its position.
— Niagara Parks (@NiagaraParks) November 1, 2019
History of the Iron Scow Rescue: https://t.co/9Pehx8dabS pic.twitter.com/AG4nfLrzXx
আরও পড়ুন: খেলনা ভেবে লাইটার চিবোতে গিয়ে আগুন ধরিয়ে ফেলল কুকুরছানা! ভিডিয়ো ভাইরাল
আরও পড়ুন: সাপের কামড় খেয়ে প্রাণ বাঁচানোর ভয়ে কেটেই ফেললেন নিজের আঙুল!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy