প্রতীক, ওবামা। ফাইল চিত্র।
প্রতীক কুহাদ-কে চেনেন? আমেরিকান কেন অনেক ভারতীয়ও তাঁকে চেনেন না। কিন্তু এই ভারতীয় গায়ককে গুগলে খুঁজতে শুরু করেছেন আমেরিকানরা। কারণটা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর পছন্দের গানের বার্ষিক তালিকায় রেখেছেন প্রতীককে। আর সেই টুইট প্রকাশ্যে আসতেই সবাই প্রতীক সম্পর্কে আরও জানতে শুরু করেছেন।
৩০ ডিসেম্বর ওবামা তাঁর টুইটার হ্যান্ডলে একটি তালিকা প্রকাশ করেছেন। সেখানে আমেরিকান ও অন্য দেশের গায়কের সঙ্গে জায়গা করে নিয়েছেন প্রতীক কুহাদ। প্রতীকের ‘কোল্ড/মেস’ গানটি ওবামার ২০১৯ সালে বার্ষিক পছন্দের গানের তালিকায় জায়গা করে নিয়েছে।
প্রতীক কুহাদের ‘কোল্ড/মেস’ পপ গানটি ২০১৮ সালে প্রকাশ পায়। এই গানটির সঙ্গে প্রতীকের ‘১০০ ওয়ার্ডস’ গানটিও খুব জনপ্রিয় হয়েছে। ‘কোল্ড/মেস’ ২০১৮ সালের ৫ ডিসেম্বর প্রতীকের ইউটিউব চ্যানেলে আপলোড হয়। যা এখনও পর্যন্ত ৫০ লাখ ৭২ হাজারের বেশি বার দেখা হয়েছে। আর ওবামার তালিকা প্রকাশের পর সেই সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
আরও পড়ুন: নতুন বছরে পুরীর সৈকতে ফুটে উঠলেন জগন্নাথ দেব, ভাইরাল ভিডিয়ো
দেখুন সেই ভিডিয়ো:
শুধু প্রিয় গানের তালিকাই নয় ওবামা তাঁর টুইটার হ্যান্ডলে ২০১৯ সালের প্রিয় সিনেমা, টিভি প্রোগ্রাম, প্রিয় বইয়ের তালিকাও প্রকাশ করেছেন।
আরও পড়ুন: এই শীতে মস্কোর রাস্তায় টন টন কৃত্রিম বরফ প্রশাসন ঢালছে!
দেখুন ওবামার পছন্দের তালিকা:
From hip-hop to country to The Boss, here are my songs of the year. If you’re looking for something to keep you company on a long drive or help you turn up a workout, I hope there’s a track or two in here that does the trick. pic.twitter.com/mQ2VssyDwt
— Barack Obama (@BarackObama) December 30, 2019
Next up are my favorite movies and TV shows of 2019. Of course, there’s also American Factory, a film from our own production company, Higher Ground, that was recently shortlisted for an Oscar. Here’s the full list: pic.twitter.com/PEcgwotcxm
— Barack Obama (@BarackObama) December 29, 2019
As we wind down 2019, I wanted to share with you my annual list of favorites that made the last year a little brighter. We’ll start with books today — movies and music coming soon. I hope you enjoy these as much as I did. pic.twitter.com/l5qTGkAPok
— Barack Obama (@BarackObama) December 28, 2019
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy