পা দিয়ে ভিডিয়ো স্ক্রিন স্ক্রল করছেন বিমান যাত্রী। ছবি : টুইটার থেকে নেওয়া।
বিমানযাত্রীদের বিনোদনের জন্য যে ভিডিয়ো স্ক্রিন থাকে, সেটি পা দিয়ে স্ক্রল করছেন এক যাত্রী। মঙ্গলবার এমনই একটি ভিডিয়ো টুইটারে আপলোড হয়েছে। ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় উঠেছে।
আলাফেয়ার বুর্কি নামে এক ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে ভিডিয়োটি প্রকাশ করা হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিমানের দেওয়ালে একটি ভিডিয়ো স্ক্রিন লাগানো আছে। সেটি স্ক্রল করে একের পর এক ভিডিয়ো বেছে নিতে হয়। সাধারণত সেই ভিডিয়োগুলি হাতেই স্ক্রল করেন সবাই। কিন্তু এই ব্যক্তির চিন্তা ভাবনা একটু অন্য রকম। তিনি বিমানের আসনে পিঠ ঠেকিয়ে পা তুলে দিয়েছেন ভিডিয়ো স্ক্রিনের দু’দিকে। আর ডান পায়ের আঙুল দিয়ে একের পর এক ভিডিয়ো স্ক্রল করছেন।
এক মহিলা যিনি ওই ব্যক্তির পিছনের কোনও আসনে বসেছিলেন, তিনি এই ঘটনা ক্যামেরাবন্দি করেন।তারপর সেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আর তারপরই একের পর এক কটাক্ষভরা পোস্ট শুরু হয়।
আরও পড়ুন : সঙ্গীকে নিয়ে সুশির দোকানে বাসা বাঁধছিল নীল পেঙ্গুইন, তুলে নিয়ে গেল পুলিশ
আরও পড়ুন :এত নিচু দিয়ে বিমান নামছে, যেন হাত বাড়ালেই ছুঁতে পারবেন!
My friend who doesn’t have twitter sent this from her flight. It belongs on Twitter. pic.twitter.com/qG6d54V5Dd
— Alafair Burke (@alafairburke) July 15, 2019
কেউ কেউ আবার দাবি করেন, ওই ব্যক্তি সম্ভবতবিশেষ ভাবে সক্ষম। তাই তিনি হাতের বদলে পা দিয়ে স্ক্রল করছিলেন। কিন্তু যিনি ভিডিয়োটি রেকর্ড করেছেন, তিনি জানিয়েছেন, ওই ব্যক্তিকে নিজের ব্যাগ নিয়ে যেতে আসতে দেখেছেন।
The photographer confirms that she saw him walk on and off the plane, carrying his own bag. He just likes to watch TV with his bare feet.
— Alafair Burke (@alafairburke) July 16, 2019
People in first class look at me crazy for wiping down everything. This is exactly why. Yuck.
— Tika Sumpter (@iamtikasumpter) July 16, 2019
Everyone: “YOU CANT CALL THE COPS, WE’RE IN THE SKY!”
— X (@XLNB) July 15, 2019
Me, regardless: pic.twitter.com/ScKl9Yyaeb
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy