টুইটার থেকে নেওয়া ছবি।
ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানের যাত্রাপথ পরিবর্তন করতে হল। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে সান ফ্রানসিস্কো যাওয়ার কথা ছিল ইউনাইটেড ফ্লাইট নম্বর ১৫৫৪-এর। সময়ে বিমান উড়েছিল আকাশে। কিন্তু এক মহিলা যাত্রী এমন কাণ্ড বাধালেন যে বিমান সান ফ্রানসিস্কোর বদলে কলোরাডোর ডেনভারে নামাতে হল।
মাঝ আকাশে বিমানের শৌচালয়ে যান এক মহিলা যাত্রী। কিন্তু সমস্যা হয় বেরনোর সময়। দরজা কিছুতেই খোলা যায় না। মহিলা যাত্রী শৌচালয়ে আটকে গিয়েছে বুঝতে পেরে বিমান কর্মীরা চেষ্টা করেন তাঁকে বের করে আনতে। কিন্তু তাঁরাও শত চেষ্টা করেও দরজা কিছুতেই খুলতে পারেননি।
দরজা খুলতে না পারায় পাইলট সিদ্ধান্ত নেন যাত্রাপথ পরিবর্তন করে ডেনভারে বিমান অবতরণ করানোর। বিমান ডেনভারে নামার পর, বিমানবন্দরের কর্মীরা এসে দরজা খুলে মহিলাকে উদ্ধার করেন।
আরও পড়ুন : কলার ধরে রাস্তায় টেনে এনে উত্ত্যক্তকারীকে জুতোপেটা করলেন বেঙ্গালুরুর এই মহিলা!
এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ইউনাইটেড এয়ারলাইন্স। তারা জানিয়েছে, বিমানের শৌচালয়ের দরজা ঠিক মতো কাজ করেনি, তাই এই বিপত্তি।
আরও পড়ুন : ২৩ কোটি টাকার একটি মাছ, হাতে পেয়েও ছেড়ে দিলেন এক ব্যক্তি!
টেলর কিম্বা নামে এক টুইটার ব্যবহারকারী একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, ওই মহিলাকে বার করার জন্য শৌচালয়ের দরজা বাইরে থেকে খোলার চেষ্টা হচ্ছে। ভিডিয়োতে শোনা যাচ্ছে, এক কর্মী বলছেন, “আমরা দরজা খোলার চেষ্টা করছি ম্যাডাম। খুব শীঘ্রই আপনাকে বের করে আনব।”
আরও পড়ুন : লাইভ চলাকালীন মহিলা সাংবাদিককে চুমু খেয়ে শাস্তির মুখে এক ব্যক্তি
সব কিছু ঠিক করে বিমান সান ফ্রানসিস্কো পৌঁছয় রাত্রি ১১টায়। বিমানটির সেখানে পৌঁছনোর নির্দিষ্ট সময় ছিল রাত্রি ৮টা ৩৮ মিনিটে।
Firefighters attempt to free passenger stuck in plane lavatory
— GuruLeaks (@Guruleaks1) September 26, 2019
h/t @taylorkkimber pic.twitter.com/c6HDnSPjNC
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy