Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Viral video

সাইকেলে উঠে পড়ল এক কোয়ালা, দেখুন মহিলা কী করলেন তার সঙ্গে

সাইকেলে চড়ে বসেছে একটি কোয়ালা। আর তাকে জল খাওয়াচ্ছেন এক সাইক্লিস্ট। আশপাশে আরও কয়েকজন সাইক্লিস্ট দাঁড়িয়ে রয়েছে।

কোয়ালাকে জল খাওয়াচ্ছেন মহিলা। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

কোয়ালাকে জল খাওয়াচ্ছেন মহিলা। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
অ্যাডিলেড, অস্ট্রেলিয়া শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ ১৫:৩৯
Share: Save:

একদিকে গরমের দাপট আর অন্যদিকে একের পর এক দাবানল।এই দুইয়ের মাঝে পড়ে অস্ট্রেলিয়ার বন্যপ্রাণীদের প্রাণ যায় যায়। একটু ছায়া, একটু জলের জন্য তারা জীবনের ঝুঁকিও নিচ্ছে। কখনও ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে সাপ-সহ অন্যান্য প্রাণীরা। কখনও আবার একটু জলের জন্য মানুষের কাছে আসতেও ভয় পাচ্ছে না কোয়ালাদের মতো প্রাণীরা।

তৃষ্ণার্ত একটি কোয়ালার এমনই একটি ভিডিয়ো ধরা পড়ল এক সাইক্লিস্টের ক্যামেরায়। অস্ট্রেলিয়ায় অ্যাডিলেডের এইসাক্লিস্ট‘বাইকবাগ ২০১৯’ নামে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল চালান। সেখানে তিনি ২৭ ডিসেম্বর একটি ভিডিয়ো এবং কয়েকটি ছবি পোস্ট করেছেন।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, সাইকেলে চড়ে বসেছে একটি কোয়ালা। আর তাকে জল খাওয়াচ্ছেন এক সাইক্লিস্ট। আশপাশে আরও কয়েকজন সাইক্লিস্ট দাঁড়িয়ে রয়েছে।

আরও পড়ুন: স্করপিও-র টানে ভেঙে বেরিয়ে এল এটিএম, দুষ্কৃতীদের কীর্তি ধরা পড়ল নজরদারী ক্যামেরায়

ওই দিন কয়েকজন সাইক্লিস্ট অ্যাডিলেডের আশপাশের এলাকায় সাইকেল নিয়ে বেরিয়েছিলেন। সেখানে রাস্তার ধারে একটি কোয়ালা দেখতে পান। তাকে দেখে সাইকেল থামাতেই কোয়ালাটি প্রায় দৌড়ে আসে সাইক্লিস্টের কাছে। সাইকেলে উঠে পড়ে কোয়ালাটি। যেন কিছু বলতে চাইছে। তার দিকে জলের বোতল এগিয়ে দেন ওই সাইক্লিস্ট। জল পেয়েই ঢক ঢক করে জল খেতে থাকে। কিছুটা জল তার মুখ বেয়ে গা দিয়ে গ়ড়িয়ে পড়ে। কোয়ালাটিকে দেখে মনে হচ্ছিল এই গরমে যেন সে প্রাণ ফিরে পেল।

আরও পড়ুন: ঠান্ডার হাত থেকে যাত্রীদের বাঁচাতে সস্তায় কার্যকরী উপায় অটোচালকের

দেখুন সেই ভিডিয়ো:

There were about a dozen cyclists around me watching this (all men) and several commented that it was genuinely the best thing they’ve witnessed. What a truly wonderful experience. Check out my previous posts this morning for explanation. : : : #cyclingtips #cycling #roadcycling #roadbike #roadbikelife #lifeonabike #travelbybike #cyclingphotography #cycleshots #rideyourbike #instacycle #veloclub #cyclinglife #fromwhereride #switchbacks #roadslikethese #cyclingpassion #cyclingworld #whenindoubtpedalitout #womenonbikes #womenriders @cyclingtips @veloclub.cc @iamspecialized @iamspecialized_wmn @womenridebikes #rideadelaide #radelaide #adelaide #adelaidehills #southaustralia #koala #koalabear #koalabears #australia

A post shared by Lulu (@bikebug2019) on

ইনস্টাগ্রামে ভিডিয়োটির সঙ্গে পোস্টে লেখা হয়েছে, বেশ কয়েকজন সাইক্লিস্ট সেদিন আশপাশে ছিলেন। তাঁরা সবাই কোয়ালাকে এমন করে জল খেতে দেখে বলেন, জীবনে সেরা ঘটনার সাক্ষী থাকলেন তাঁরা। এটা একটা অসাধারণ অভিজ্ঞতা।

ভিডিয়োটি ছাড়াও কয়েকটি ছবি পোস্ট হয়েছে। শুধু ভিডিয়োটি ইতিমধ্যেই দু’ লাখ ২৭ হাজারের বেশি বার দেখা হয়েছে। ছবিগুলিও ১২-১৩ হাজার করে লাইক পেয়েছে।

9 out of 10 Koalas prefer Specialized 😂😂😂 (see my previous post for explanation) : : : @iamspecialized @iamspecialized_road @iamspecialized_wmn #cyclingtips #cycling #roadcycling #roadbike #roadbikelife #lifeonabike #travelbybike #cyclingphotography #cycleshots #rideyourbike #instacycle #veloclub #cyclinglife #fromwhereride #switchbacks #roadslikethese #cyclingpassion #cyclingworld #whenindoubtpedalitout #womenonbikes #womenriders @cyclingtips @veloclub.cc @iamspecialized @iamspecialized_wmn @womenridebikes #rideadelaide #radelaide #adelaide #adelaidehills #southaustralia #koala #koalabear #koalabears #australia

A post shared by Lulu (@bikebug2019) on

PHOTO OF THE DAY 😍😍😍 Australian Koala Bears 🐻 suffering severe thirst in a heatwave. This Koala walked right up to me as I was descending and climbed up onto my bike while I gave him water. BEST THING TO HAPPEN TO ME ON A RIDE EVER. : : : #cyclingtips #cycling #roadcycling #roadbike #roadbikelife #lifeonabike #travelbybike #cyclingphotography #cycleshots #rideyourbike #instacycle #veloclub #cyclinglife #fromwhereride #switchbacks #roadslikethese #cyclingpassion #cyclingworld #whenindoubtpedalitout #womenonbikes #womenriders @cyclingtips @veloclub.cc @iamspecialized @iamspecialized_wmn @womenridebikes #rideadelaide #radelaide #adelaide #adelaidehills #southaustralia #koala #koalabear #koalabears #australia

A post shared by Lulu (@bikebug2019) on

অন্য বিষয়গুলি:

Viral Video Australia Koala Water Cyclist
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy