Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Viral video

যুবকের তত্পরতায় লিফ্টে আটকে মৃত্যুর হাত থেকে রক্ষা পেল কুকুর

মহিলা দড়িটি ধরে লিফ্টের মধ্যে ঢুকে যাচ্ছেন। কিন্তু কুকুরটি বাইরে রয়ে যায়। হয় তিনি বিষয়টি খেয়াল করেননি অথবা যখন খেয়াল করেন তখন অনেক দেরি হয়ে গিয়েছে।

কুকুরটিকে বিপদ থেকে উদ্ধার করছেন এক ব্যক্তি। ছবি: টুইটার থেকে নেওয়া।

কুকুরটিকে বিপদ থেকে উদ্ধার করছেন এক ব্যক্তি। ছবি: টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
হিউস্টন শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ ১২:০২
Share: Save:

সাক্ষাত্ মৃত্যুর হাত থেকে বেঁচে গেল একটি কুকুর। গলায় আটকানো দড়ি লিফ্টে আটকে মারা যেতে পারত। কিন্তু এক যুবকের তত্পরতায় প্রাণে রক্ষা পেয়ে গেল কুকুরটি। প্রাণ রক্ষার সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনের বাসিন্দা জনি ম্যাথিস নামে এক ব্যক্তি ভিডিয়োটি তাঁর টুইটার হ্যান্ডলে পোস্ট করেছেন। ভিডিয়োটি একটি ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়া ফুটেজ। সেটাই আপলোড করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি লিফ্ট থেকে বেরিয়ে আসছেন এক ব্যক্তি। তারপরই সেই লিফ্টে ঢুকছেন এক মহিলা। তাঁর হাতে ধরা কুকুরের দড়ি। ভিডিয়োতে দেখা যাচ্ছে ওই মহিলা দড়িটি ধরে লিফ্টের মধ্যে ঢুকে যাচ্ছেন। কিন্তু কুকুরটি বাইরে রয়ে যায়। হয় তিনি বিষয়টি খেয়াল করেননি অথবা যখন খেয়াল করেন তখন অনেক দেরি হয়ে গিয়েছে।

আরও পড়ুন: হাইওয়েতে একের পর এক ৫০টি গাড়ি দুর্ঘটনার কবলে, ড্রোন থেকে তোলা ভিডিয়ো ভাইরাল

ওই মহিলা খেয়াল না করলেও যে ব্যক্তি লিফ্ট থেকে বেরিয়ে এসেছিলেন, তিনি কিছু একটা আন্দাজ করে পিছন ফিরে তাকান। খেয়াল করেন লিফ্টের দরজা বন্ধ হয়ে গিয়েছে কিন্তু কুকুরটি বাইরে রয়ে গিয়েছে। তখনই তিনি আন্দাজ করে ফেলেন কী হতে চলেছে।

আরও পড়ুন: ছবি তোলার সময় ক্যামেরাম্যানের সামনে চলে এল চিতাবাঘ! তারপর...

কুকুরটিকে সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করতে সঙ্গে সঙ্গে তিনি দৌড়ে তার কাছে পৌঁছে যান। ততক্ষণে লিফ্টের ভিতরে আটকে যাওয়া দড়িতে টান প়ড়তে শুরু করেছে। ওই ব্যক্তি কুকুরটিকে কোলে তুলে নেন যাতে গলার দড়িটি আংটা থেকে খুলে দিতে পারেন। কিন্তু অচেনা কারও কোলে উঠতে মনে হয় আপত্তি ছিল কুকুরটির। তবে কিছুক্ষণের চেষ্টায় কুকুরের গলা থেকে দড়ি খুলে ফেলেন ওই ব্যক্তি। ফলে প্রাণে বেঁচে যায় কুকুরটি। ৩৮ সেকেন্ডের ভিডিয়োতে এই পর্যন্তই দেখা যাচ্ছে।

ভাইরাল হওয়া ভিডিয়োটি এখনও পর্যন্ত প্রায় এক কোটি ৮৪ লক্ষ বার দেখা হয়েছে। আর কমেন্ট বক্সে ওই ব্যক্তির প্রশংসা করছেন নেটিজেনরা।

দেখুন সেই ভিডিয়ো:

অন্য বিষয়গুলি:

Viral video Man Dog Elevator
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE