দুর্ঘটনাগ্রস্ত জাহাজ। ছবি: টুইটার থেকে নেওয়া।
সমুদ্রে ধীরে ধীরে ডুবে যাচ্ছে একটি বিশাল মালবাহী জাহাজ। আর তাতে থাকা জ্বালানি তেল মিশছে সমুদ্রের জলে। এমনই একটি ভিডিয়ো সামনে এসেছে। এটি দ্বীপরাষ্ট্র মরিশাসের সৈকতের কাছের ঘটনা। বিষয়টি নিয়ে চিন্তিত পরিবেশবিদরা। এই সংক্রান্ত কয়েকটি ছবি, ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দুর্ঘটনার পরে জাহাজটি থেকে তেল ছড়িয়ে পড়া আটকানোর বিষয়ে মরিশাসের সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, জলে ডুবতে বসা জাহাজটি প্রায় দু’ টুকরো হয়ে গিয়েছে। আর তা থেকে তেল গিয়ে মিশছে সমুদ্রের জলে। আশপাশে আরও অন্তত দু’টি ছোট জাহাজ দেখা যাচ্ছে। সম্ভবত সেগুলি উদ্ধার কাজে ব্যবহার হচ্ছে। হেলিকপ্টার থেকে ক্যামেরাবন্দি করা এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, কিছুটা দূরেই সৈকত।
এটি জাপানি সংস্থা নাগাসাকি শিপিংয়ের ‘এম ভি ওয়াকাশিও’ নামের একটি জাহাজ। জানা গিয়েছে, ২৫ জুলাই এটি একটি প্রবালপ্রাচীরে আঘাত করে, জাহাজে ফাটল দেখা দেয়। সমুদ্রের ঢেউয়ের চাপে সেই ফাটল বাড়তে থাকে। জাহাজটিতে জ্বালানি হিসেবে প্রায় তিন হাজার টন তেল ছিল। ছয় অগস্ট থেকে জ্বালানি তেলের ট্যাঙ্কের একটি অংশ থেকে থেকে প্রায় হাজার টন তেল জলে মিশছে। সমুদ্র থেকে সেই তেল যতটা সম্ভত পরিষ্কার করা চেষ্টা চালানো হচ্ছে।
আরও পড়ুন: দু’বছরে খসে পড়ছে ছাদ, পাকিস্তানে চিনের তৈরি এয়ারপোর্টের হাল দেখুন
আরও পড়ুন: সত্যিই বিনা মেঘে বজ্রপাত, পরিষ্কার নীল আকাশ থেকে নেমে এল বিদ্যুতের ঝলক
জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ার পরেও কেন দেরি করে তার জ্বালানি তেল সরানোর কাজ হল, তা নিয়ে মরিশাস সরকারের ভূমিকায় প্রশ্ন উঠতে আরম্ভ করে। যদিও সরকারের দাবি, খারাপ আবহাওয়ার জন্য তেল সরানোর কাজ সম্পূর্ণ করা যায়নি। এদিকে জাহাজটি কী ভাবে দুর্ঘটনার কবলে পড়ল, তা নিয়ে জাপানি সংস্থাটি তদন্তের নির্দেশ দিয়েছে। আর মরিশাস সরকার ওই কোম্পানির কাছে আবার ক্ষতিপূরণ দাবি করেছে। পরিবেশবিদদের দাবি, ওই এলাকায় প্রবালপ্রাচীরের যে ক্ষতি হয়েছে তা আর পূরণ হবে না।
দেখুন সেই ভিডিয়ো:
Mauritius's worst-ever ecological disaster could require a decade of clean-up.
— Bloomberg Quicktake (@Quicktake) August 17, 2020
The bulk carrier that spilled 1,000 tons of fuel into pristine waters broke up on Saturday https://t.co/czZ4kYEuWw pic.twitter.com/gCzzIrdcaT
This oil spill occurred in Mauritius when a Japanese tanker collapsed while transporting fuel from Japan to Brazil!
— Kalu Singh Chouhan (@KaluSin85575775) August 16, 2020
This has been devastating to our marine / aquatic life but thankfully the people of Mauritius have responded fast !!! pic.twitter.com/qXPjkQ2zb7
India sends team to Mauritius to assist in oil spill https://t.co/svSMeRrTLM pic.twitter.com/leyBua2vhl
— Reuters (@Reuters) August 16, 2020
The MV #Wakashio split in two pieces today. #mauritius #oilspill pic.twitter.com/esI6zitfgF
— Guillaume Gouges (@guillaumegouges) August 15, 2020
Mauritius is facing an environmental catastrophe after a ship has leaked about 1,000 metric tons of oil into a pristine Indian Ocean lagoon https://t.co/RcSoIQJMj6 pic.twitter.com/Srl9a9g10y
— CNN (@CNN) August 13, 2020
Blue Bay, is becoming blue again, thanks for the locals, the help from France and Reunion Island. You are all amazing. #mauritius #ilemaurice pic.twitter.com/xCqqWeCODL
— Mauritius Island (@MauritiusGuide) August 15, 2020
Bad weather delays removal of fuel tanker off Mauritius's coast https://t.co/zrpCpn68tL pic.twitter.com/MR643X5n6M
— Al Jazeera English (@AJEnglish) August 16, 2020
To think that this horrific oil spill was caused by crew of MV Wakashio celebrating a birthday, wanting a WiFi SIGNAL & sailing dangerously close to shore off Mauritius, running aground on a coral reef. The sort of damage that lasts forever. Humans are BAD for this planet. pic.twitter.com/ruitC8QNYc
— Shiv Aroor (@ShivAroor) August 17, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy