Advertisement
২৬ ডিসেম্বর ২০২৪
Viral Video

পা হড়কে পাহাড় থেকে জলে, দুর্ঘটনার দৃশ্য রেকর্ড হল নিজেরই অ্যাকশন ক্যামেরায়

হেথারের অ্যাকশন ক্যামেরায়রেকর্ড হওয়া ভিডিয়োর একটি অংশ ইনস্টাগ্রামে পোস্ট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে উঁচু একটি অংশে আস্তে আস্তে এগোচ্ছেন। হঠাত্ ভেজা অংশে পা পড়ে যাওয়ায় হড়কে পড়ে যান। ভিডিয়ো দেখে বোঝা যাচ্ছিল পাহাড়ের গায়ে ধাক্কা খেতে খেতে পড়তে থাকেন। শেষে নীচে গিয়ে জলে পড়েন। কোনও রকমে জল থেকে উঠে আসেন তিনি।

হাইকারের অ্যাকশন ক্যামেরা তোলা ছবি।

হাইকারের অ্যাকশন ক্যামেরা তোলা ছবি।

সংবাদ সংস্থা
হনুলুলু শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৯ ১৮:০০
Share: Save:

দুর্ঘটনার প্রচুর দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। কিন্তু এভাবে কারও নিজের শরীরেই লাগানো ক্যামেরায় তাঁরই দুর্ঘটনার ছবি ধরা পড়া মনে হয় খুব একটা দেখা যায়নি। হাওয়াইয়ের হনুলুলুতে এমনই এক দৃশ্য ধরা পড়ল। যেখানে এক মহিলা হাইকার (যাঁরা আনন্দ বা শরীর চর্চার জন্য গ্রাম বা পাহাড়ি পথে হাঁটেন) পাহাড়ে ঘুরতে যান, সেখানে দুর্ঘটনার কবলে পড়েন। দৃশ্য রেকর্ড হয় তাঁরই অ্যাকশন ক্যামেরায়।

ছোট্ট একটা ভুল পদক্ষেপ আপনাকে বড় বিপদে ফেলতে পারে। আর তার প্রতিটি মুহূর্ত ধরা পড়ে যেতে পারে আপনার ক্যামেরাতেই। হেথার ফ্রিয়েসেনের সঙ্গেও এমনই হল। তিনি হাওয়াইয়ে হনুলুলুর কাউ ক্র্যাটারে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে যান। সেখানে পাহাড়, ঝর্ণা রয়েছে। হেথার একজন মার্কিন নাগরিক, বিচ ভলিবল প্লেয়ার।

যাত্রাপথের ভিডিয়ো তুলে রাখতে শরীরের সঙ্গে অ্যাকশন ক্যামেরা লাগিয়ে নেন হেথার। অ্যাকশন ক্যামেরাগুলি ছোট্ট আকারের হয়। যেগুলি জলের ভিতরেও ছবি তুলতে পারে। অ্যাডভেঞ্চার স্পোর্টসের মুহূর্তগুলি ধরে রাখতে এই ক্যামেরা বেশি ব্যবহার করা হয়। সেক্ষেত্রে হেলমেট, টুপি বা শরীরের অন্য কোথাও এক বা একাধিক ক্যামেরা আটকে নিলে, বিভিন্ন অ্যাঙ্কেল থেকে খেলার মুহূর্তগুলি রেকর্ড হতে থাকে।

আরও পড়ুন : ভারতীয় ‘মহাকাশচারী’-র অনুমতি নিয়ে ‘চাঁদে’ পা রাখল মেক্সিকো

হেথারের অ্যাকশন ক্যামেরায়রেকর্ড হওয়া ভিডিয়োর একটি অংশ ইনস্টাগ্রামে পোস্ট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে উঁচু একটি অংশে আস্তে আস্তে এগোচ্ছেন। হঠাত্ ভেজা অংশে পা পড়ে যাওয়ায় হড়কে পড়ে যান। ভিডিয়ো দেখে বোঝা যাচ্ছিল পাহাড়ের গায়ে ধাক্কা খেতে খেতে পড়তে থাকেন। শেষে নীচে গিয়ে জলে পড়েন। কোনও রকমে জল থেকে উঠে আসেন তিনি।

আরও পড়ুন : ইরাকের ‘হোটেল দ্বীপে’ বোমা ফেলে ২৫ আইএস জঙ্গিকে খতম করল মার্কিন বায়ুসেনা

হেথার পরে জানান, তাঁর বাম দিকে চোট লাগে। এক সময়তো তাঁর মনে হচ্ছিল, বাম দিকটি একেবারে অবশ হয়ে গিয়েছে। তিনি যন্ত্রণায় চিত্কার করছিলেন। পরে তাঁকে উদ্ধার করে হেলিকপ্টারে করে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। এখন তিনি বিপন্মুক্ত।

(For licensing or usage, contact licensing@viralhog.com) Reposted from @larissa.maloney ⚠️ WARNING ⚠️ This video will shock you & give you chills down your spine. TURN YOUR VOLUME ON. Heather Friesen's story is one that you will never forget. Heather is an athlete that worked extremely hard to become a top indoor player as well as top collegiate beach volleyball athlete at the University of Hawaii. Her world came crashing down one day as she went on a hike on one of Hawaii's most beautiful hiking trails. Heather slipped and fell from a 40-50ft waterfall that broke her ribs and made her lung collapse. In this episode Heather tells you her story about her horrific #accident, but most of all how she recovered mentally and physically to come out even stronger. You do not want to miss this episode!! . #Listen NOW to her incredible story! #LinkinBio 🎙 . . . . . . . . . . . . . . . . #warning #video #inspiring #beachvolleyball #accident #volleyball #hawaii #waterfall

A post shared by Heather Friesen (@heatherfriesen_3) on

অন্য বিষয়গুলি:

Viral Video Hawaii Waterfall
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy