মেঘের চাদরের ভেতর থেকে নামছে বিমান। ছবি টুইটার থেকে নেওয়া।
বিমান অবতরণের এমন ছবি খুব কমই ভাইরাল হয়েছে। একটি বিমান অবতরণের ভিডিয়ো যদি ২৫ হাজারে বেশি রিটুইট হয় তবে তাতে নিশ্চয়ই স্পেশাল কিছু রয়েছে। এমনই একটি ভিডিয়ো টুইট করেছে এমিরেটস এয়ারলাইন্স।
দুবাইয়ের বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন্স যে ভিডিয়োটি ৩১ জুলাই টুইট করেছে তাতে দেখা যাচ্ছে, মেঘের ভেতর থেকে বেরিয়ে আসছে একটি বিশাল বিমান। কম্বলের মতো মোটা মেঘের চাদর ফুঁড়ে বেরিয়ে আসা সেই বিমানের দৃশ্য সত্যিই অসাধারণ। ভূমি থেকে খুব কাছেই ঘন মেঘের চাদর ভেদ করে বিমানটি বেরিয়ে আসার পরেও বিমানের ডানা দু’টিতে মেঘ আটকে ছিল। বিমান যত এগোয় সেই মেঘ আস্তে আস্তে সরতে থাকে। ১১ সেকেন্ডের ভিডিয়োটি ইতিমধ্যে প্রায় ২ লক্ষ ৬০ হাজার বার দেখা হয়েছে।
দৃশ্যটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের। এ৩৮০ বিমানটি দুবাই থেকে লন্ডন যায়। অবতরণের সময় টম জোন্স নামে কোনও ব্যক্তি সেটি রেকর্ড করেন বিমান বন্দর থেকে। পরে সেই ভিডিয়ো নিজেদের টুইটার হ্যান্ডলে আপলোড করেন এমিরেটস এয়ারলাইন্স।
আরও পড়ুন : জল থই থই গুজরাতের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কুমির!
আরও পড়ুন : উড়ে ইংলিশ চ্যানেল পার করে রেকর্ড গড়তে চান ইনি
Now that’s how you make a grand entrance. Video credit: Tom Jones pic.twitter.com/ojAOguED4D
— Emirates Airline (@emirates) July 31, 2019
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy