ছবি: শাটারস্টক।
সাত বছর আগেকার একটি টুইট হঠাত্ই ভেসে উঠল সোশ্যাল মিডিয়ায়। আর শুধু ভেসে ওঠাই নয়, করোনাভাইরাসের থেকেও দ্রুত ছড়িয়ে পড়ছে পোস্টটি। কারণ সাত বছর আগেকার ওই টুইটে লেখা হয়েছিল করোনা আসছে। সম্প্রতি সেটি চোখে পড়তেই নেটাগরিকরা প্রচুর পরিমাণে শেয়ার করতে শুরু করেছেন। কিন্তু সেই সঙ্গে উঠছে কয়েকটি প্রশ্নও।
মার্কো নামে এক টুইটার ইউজার ২০১৩ সালের ৩ জুন টুইটটি করেন। সেখানে ইংরেজিতে লেখা হয়, “করোনা ভাইরাস...ইটস কামিং”। এই পোস্টটি সম্প্রতি কোনও নেটাগরিকের নজরে পড়ার পরই শেয়ার হতে শুরু করে। তার পর বার বার সেটি রিটুইট হয়ে চলেছে।
মার্কোকে উদ্দেশ করে পোস্টটির কমেন্টে কেউ লিখেছেন, ‘আপনি নিশ্চয়ই টুইটার হ্যাক করে, তারিখ পরিবর্তন করে এই টুইট করেছেন’। কেউ আবার জানতে চেয়েছেন, ‘আমরা কী মরতে চলেছি?” এমন নানান মন্তব্য পোস্ট হলেও কোনও উত্তর পাওয়া যায়নি মার্কোর তরফে। হয়তো অ্যাকাউন্টটি আর ব্যবহার হয় না। কারণ মার্কোর অ্যাকাউন্টে শেষ পোস্ট হয়েছে ২০১৬ সালের ১১ ডিসেম্বর। তারপর আর কোনও পোস্ট নেই।
আরও পড়ুন: গর্ভবতী সেজে পাচারের চেষ্টা, পোশাক থেকে বের হল একের পর এক ‘নিষিদ্ধ’ দ্রব্য
ইতিমধ্যেই পোস্টটি লাইক পেয়েছে প্রায় এক লাখ ১১ হাজার বার। আর রিটুইট হয়েছে প্রায় ৬১ হাজার বার। সবাই ভাবার, সাত বছর আগে কেউ এমন কথা লিখতে গেলেন কেন। সত্যিই কি তিনি অতিমারীর আকার নেওয়া আজকের করোনাভাইরাসের কথা বলতে চেয়েছিলেন? নাকি অন্য কিছু বোঝাতে গিয়ে এই টুইট করেছিলেন? উত্তর খুঁজে চলেছেন নেটাগরিকরা। পোস্টটি ঘিরে বাড়ছে রহস্য।
আরও পড়ুন: ‘আমাদের ঘর ভেঙে দিও না’, বিশাল যন্ত্র হাত দিয়ে আটকে আবেদন ওরাংওটাংয়ের
দেখুন সেই টুইট:
Corona virus....its coming
— Marco (@Marco_Acortes) June 3, 2013
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy