দুর্ঘটনার কবলে পড়ে এই গাড়িটি। ছবি: টুইটার থেকে নেওয়া।
প্যাকেটেই লেখা থাকে সিগারেট স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কিন্তু সেই ক্ষতি যে এমন হতে পারে, তা মনে হয় স্বপ্নেও ভাবেননি ব্রিটেনের এই ব্যক্তি। সিগারেট খেতে গিয়ে তাঁর গাড়ির কাচ উড়ে গেলে। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তিনি।
ব্রিটিশ সংবাদপত্র‘ম্যাঞ্চেস্টার ইভিনিং নিউজ’ জানিয়েছে, শনিবার বিকেলে পশ্চিম ইয়র্কশায়ারের হ্যালিফ্যাক্সের ব্যস্ত রাস্তার ধারে একটি গাড়ি পার্ক করা ছিল। হঠাত্ই তাতে বিস্ফোরণের মতো শব্দ শুনতে পান আশপাশের লোকেরা। পরে কাছে গিয়ে দেখা যায় গাড়িটির জানলার কাচ উড়ে গিয়েছে।
জানা গিয়েছে, ওই গাড়ির চালক গাড়িতে সুগন্ধের জন্য এয়ার ফ্রেশনার স্প্রে করেন। তখন গাড়ির সব জানলা বন্ধই ছিল। এরপর তিনি সিগারেট খাবেন বলে লাইটার জ্বালাতেই আগুন ধরে যায় গাড়ির মধ্যে। উড়ে যায় গাড়ির কাচ।
বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের এয়ার ফ্রেশনারের অ্যারোসল থাকে। যা প্রচণ্ড দাহ্য। আর গাড়ির কাচ বন্ধ থাকায় আগুন ধরে যায় জমে থাকা অ্যারোসলে।
গাড়ির চালক প্রাণে বেঁচে যান। ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিত্সার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির আরও বড় ক্ষতি হতে পারত। এমনকি তাঁর মৃত্যু পর্যন্ত হতে পারত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আরও পড়ুন: মুহূর্তে ধূলিসাৎ সাড়ে ৪ হাজার টনের সেতু!
দুর্ঘটনার পর সেখানেই উপস্থিত এক ব্যক্তি গাড়িটির ছবি তুলে টুইটারে পোস্ট করেছেন।
A car explosion in Halifax Town Centre. What an enormous bang. I was in an adjacent bar.
— Craig Chew-Moulding (@CraigMoulding) December 14, 2019
Emergency services on scene in moments @WYFRS @WYP_Halifax @CMBC_CSRT @YorksAmbulance
Unbelievably the driver just climbed out. Thankfully there appears to be no injuries. #Calderdale pic.twitter.com/1yQkbndIjn
Fountian Street in Halifax was closed due to an explosion involving a car on Saturday afternoon, 14th Dec.
— WYFRS Investigation (@WYFRSFireInvest) December 16, 2019
Excessive use of an air freshener was the cause. When the driver lit a cigarette the outcome was dramatic. pic.twitter.com/wfk00bf0GG
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy