মিশর থেকে উদ্ধার আড়াই বছরের শবাধার। টুইটার থেকে নেওয়া ছবি।
মিশরের ইঞ্চিতে ইঞ্চিতে যেন রহস্য লুকিয়ে আছে। সম্প্রতি সেখানকার পুরাতত্ত্ববিদরা কয়েক হাজার বছরের পুরনো ১৩টি শবাধার খুঁজে পেয়েছেন। এগুলি সাহারা মরুভূমির গভীরে সাক্কারা নামের একটি সমাধিক্ষেত্র থেকে উদ্ধার হয়েছে। জায়গাটি মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই শবাধারগুলি নিয়ে এখন গবেষণা চলছে। উঠে আসছে নানান তথ্যও।
গবেষক দলের অনুমান, শবাধারগুলি প্রায় আড়াই হাজার বছর আগে সিল করে দেওয়া হয়েছিল। এত দিন পরেও সেগুলি যথেষ্ট ভাল অবস্থায় রয়েছে। এমনকি কাঠের শবাধারগুলির গায়ে রংও ভাল অবস্থাতেই রয়েছে। এছাড়াও ওই সামধিক্ষেত্র থেকে কয়েক হাজার সারকোফ্যাগাস পাওয়া গিয়েছে। বোতলাকৃতি, মানুষের মতো নক্সা যুক্ত এই সিল করা পাত্রগুলি অন্তেষ্টিক্রিয়ার সময় ব্যবহার হত।
মিশরের পর্যটন মন্ত্রক জানিয়েছে, শবাধারগুলি একটির উপর আর একটি সাজিয়ে রাখা হয়েছিল। সেগুলি ভূমি থেকে প্রায় ১১ মিটার নীচে পাওয়া গিয়েছে। পর্যটনমন্ত্রী খালেদ আল-আনানি বলেছেন, "এটা একটা অন্য রকম অনুভূতি, যখন নতুন পুরাতাত্ত্বিক কিছু খুঁজে পাওয়া যায়।"
আরও পড়ুন: ‘চিনের ল্যাবে তৈরি করোনাভাইরাস’, আমেরিকায় বসে দাবি চৈনিক বিজ্ঞানীর
আরও পড়ুন: বান্ধবীকে দেওয়া রোনাল্ডোর এনগেজমেন্ট রিংয়ের দাম কত জানেন?
Egypt has uncovered a mysterious collection of coffins containing human mummies that have been sealed for more than 2,500 years.
— Africa story Live (@AfricaStoryLive) September 13, 2020
The 13 unopened coffins found in a well 40 feet deep are so well preserved that the original detailed designs and colors are clearly visible 1/2 pic.twitter.com/U6AADbQGyj
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy