হারিয়ে যাওয়া গ্রাম কিউরন। ছবি সৌজন্য টুইটার।
৭০ বছর পর হ্রদের তলা থেকে জেগে উঠল আস্ত একটি গ্রাম। তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ইটালির টাইরোলে।
রেসচেন পাসের কাছেই রয়েছে লেক রেসিয়া। হ্রদ থেকে জল বার করা হচ্ছিল সেখানে। তখনই স্থানীয়দের চোখে পড়ে হ্রদের নীচে ডুবে থাকা গ্রামটি। জানা গিয়েছে, গ্রামটির নাম কিউরন। প্রায় একশো পরিবারের বাস ছিল এই গ্রামে। ১৯৫০ সালে একটি জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করার সময় বন্যায় গ্রামটি জলে তলিয়ে গিয়েছিল। পাশাপাশি দুটো হ্রদকে একসঙ্গে জুড়ে দেওয়ার ফলে কিউরন গ্রামটি জলে তলিয়ে যায়। এই গ্রামের বাসিন্দারা গ্রাম ছেড়ে তখন অন্যত্র চলে যান। সেই থেকে গ্রামটি হ্রদের নীচে সকলের অগোচরে ছিল।
Lost village of Curon which inspired the Netflix series of the same name https://t.co/9POPgCnqco ‘emerges’ from Italian lake.
— Water Mark 🚰 (@OtayMark) May 18, 2021
Lake Resia, which engulfed the 14th century village of #Curon in 1950, has been temporarily drained to allow maintenance work.https://t.co/mApUSpGjR2 pic.twitter.com/c9Rvja922n
হঠাৎই ৭০ বছর আগের সেই গ্রামের সন্ধান মেলায় স্থানীয়দের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। নেটমাধ্যমেও বিষয়টি ছড়িয়ে পড়ে। অনেকে গ্রামটির ছবিও শেয়ার করেছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy