প্রতীকী ছবি।
সংক্রমণে শীর্ষে রয়েছে তারা। তবে, সংক্রমণ বৃদ্ধির মধ্যেই যে সব কোভিড আক্রান্তদের বিশেষ উপসর্গ নেই তাঁদের বিচ্ছিন্নবাসের সময় ১০ দিন থেকে কমিয়ে ৫ দিন করে দিল আমেরিকা। আমেরিকার এই সিদ্ধান্তের সমালোচনায় মুখর বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের দাবি, প্রয়োজনের তুলনায় কোভিড পরীক্ষা হচ্ছে না একেবারেই।
বিশ্বে কোভিডের এ হেন সংক্রমণ বৃদ্ধির মধ্যে চোখ রাঙাচ্ছে ওমিক্রনের আশঙ্কাও। অতি-সংক্রামক ক্ষমতার জন্য ডেল্টার থেকেও দ্রুত হারে বিশ্বে ছড়িয়ে পড়ছে সেটি। সোমবার জানা গিয়েছে, এক মাস আগে দক্ষিণ আফ্রিকায় আবিষ্কৃত হওয়া এই ভেরিয়েন্টে গত সাত দিন আক্রান্ত হওয়ার হার ছুঁয়েছে গড়ে ৪৯ শতাংশ। বড়দিন ও বর্ষশেষের মরসুমে কোভিড সংক্রমণের হার এ ভাবে বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন একাধিক দেশের স্বাস্থ্য দফতর।
তবে বিশেষজ্ঞরা এ-ও জানিয়েছেন, কোভিডের পূর্বের স্ট্রেনগুলোর থেকে ৭০ গুণ বেশি সংক্রামক হলেও ওমিক্রনের উপসর্গ এখনও সে ভাবে প্রবল নয়। বিশেষ করে যাঁদের সম্পূর্ণ টিকাকরণ বা টিকার বুস্টার ডোজ় নেওয়া রয়েছে তাঁরা আক্রান্ত হলেও সামলে উঠছেন সহজেই। কিন্তু মুশকিল হল, অতি-সংক্রামক হওয়ার কারণে বিশ্বের যে অঞ্চলের মানুষেরা এখনও টিকা পাননি তাঁদের বিপদের আশঙ্কা বহু গুণ বেড়ে গিয়েছে। সার্স-কোভ-২-র চরিত্র ক্রমশ জটিল হচ্ছে। ডেল্টা স্ট্রেনকে সরিয়ে ক্রমশ প্রভাবশালী হয়ে উঠছে ওমিক্রন। নিউ ইয়র্কের স্বাস্থ্য দফতর সূত্রে যেমন জানা গিয়েছে, ১৮ বছরের কম বয়সি করোনা আক্রান্তদের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা বেড়ে গিয়েছে চার গুণ। এদের মধ্যে বেশির ভাগ আক্রান্তেরই বয়স আবার ৫ বছরেরও কম। যাদের এখনও টিকা দেওয়া শুরু হয়নি।
এর মধ্যে আশার খবর হল, বিশ্বে কোভিডে দৈনিক মৃত্যুর সংখ্যা খুব একটা বৃদ্ধি পায়নি। তবে সংক্রমণের হার বাড়তে থাকায় একাধিক দেশের প্রশাসনের উপর চাপ আসছে কোভিড বিধিনিষেধের বিষয় নিয়ে ফের ভাবনা চিন্তা করার। সংবাদমাধ্যমের খবর, শুক্রবার থেকে বিশ্বে মোট ১১ হাজার ৫০০টি উড়ান বাতিল করা হয়েছে। এ দিকে, মঙ্গলবার থেকে ফের ইয়ানন শহরে লকডাউন ঘোষণা করলে চিন প্রশাসন। আমেরিকা ও ইউরোপের একাধিক দেশের তুলনায় সংক্রমণের হার চিনে কম, তা সত্ত্বেও নিজেদের ‘জ়িরো কোভিড’ নীতিতে অটল চিন। এক সপ্তাহ আগে শিয়ান শহরের ১ কোটি ৩০ লক্ষ অধিবাসীকে গৃহবন্দি থাকার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
সোমবার ফ্রান্সের প্রধানমন্ত্রী জানিয়েছেন, এ বার থেকে সপ্তাহে তিন দিন বাড়ি থেকে কাজ করতে পারবেন সে দেশের মানুষ। সংস্থাগুলিকে সেই মর্মে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে। এই ব্যবস্থা আপাতত চলবে তিন সপ্তাহ। অন্য দিকে ইজ়রায়েলে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের সোমবার কোভিড টিকার চতুর্থ ডোজ় দেওয়া হয়। সে দেশের স্বাস্থ্য দফতর জানিয়েছে, ওমিক্রনের সংক্রমণ রুখতে পরীক্ষামূলক ভাবে এই টিকা দেওয়া হয়েছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন কম পক্ষে ৪০ লক্ষ মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সূত্রে পাওয়া তথ্যে জানা গিয়েছে এই খবর। তবে আশার খবর এই যে, ২২ ডিসেম্বর পর্যন্ত মোট ৮৬৪ কোটি ৯০ লক্ষ ৫৭ হাজার ৮৮ জনের টিকাকরণ সম্পন্ন হয়েছে বিশ্বে। হু-র তরফেই জানানো হয়েছে এই তথ্য।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy