ছবি: টুইটার
ফাইজারের করোনা টিকা নেওয়ার পর সাংবাদিক বৈঠকে বসে অজ্ঞান হয়ে পড়লেন আমেরিকার টেনেসির হসাপাতালে এক নার্স। যা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে।
টেনেসির সিএইচআই মেমোরিয়াল হাসপাতালের নার্স টিফানি ডোভার টিকা নেওয়ার পর সাংবাদিক বৈঠক করছিলেন। তিনি বলছিলেন, ‘‘আমি আমার সহকর্মী, সবাই টিকা নেওয়ার বিষয়ে আগ্রহী ছিলাম। আমরা কোভিড ইউনিটে ছিলাম। আমরাই প্রথম করোনা টিকা পেয়েছিলাম।’’
তার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বলতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন টিফানি। তিনি বলতে শুরু করেন, ‘‘আমার মাথা ঘুরছে।’’ ক্যামেরাতেই দেখা যায়, হঠাৎ অজ্ঞান হয়ে পড়ছেন তিনি। ঘটনার কিছুক্ষণের মধ্যে সুস্থ হয়ে গেলেও এ ভাবে অজ্ঞান হয়ে যাওয়ায় টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও দেখে অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।
Tiffany Dover, a nurse in the Covid-19 unit passes out on live TV after taking vaccine in Chattanooga, Tennessee.
— Pray for America 🇺🇸 (@MariettaDaviz) December 18, 2020
She is feeling better. 🙏🏻#COVID19 #vaccine #Tennessee
pic.twitter.com/Bq2IAvAYwL
পৃথিবীতে একাধিক করোনা টিকা ট্রায়াল পেরিয়ে জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমতি পেয়েছে। কিন্তু টিকা দেওয়ার পর থেকে অনেকেই অভিযোগ করছেন, টিকা নেওয়ার পর ত্বকের সমস্যা থেকে শুরু করে নানা রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিচ্ছে। আমেরিকায় নার্সের অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা নতুন করে সেই বিতর্ক উস্কে দিল।
আরও পড়ুন: ভারতীয় বংশোদ্ভূত বেদান্তকে প্রেসসচিব করলেন ভাবী প্রেসিডেন্ট জো বাইডেন
আরও পড়ুন: করোনা টিকা আসায় খুশিতে নাচ বস্টনের স্বাস্থ্যকর্মীদের
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy