Advertisement
২৪ ডিসেম্বর ২০২৪
Smiling dog

খাবার দেখলেই এক মুখ হাসি, কিন্তু কুকুর কি সত্যিই হাসে?

চোখের সামনে কোনও মজাদার ঘটনা ঘটলে ‘হাসত’ ভবানীপুরের বাসিন্দা অসমঞ্জবাবুর পোষ্য কুকুর ব্রাউনি। 

হাসি দিয়ে নেটাগরিকদের মন জয় করেছে উনি। ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

হাসি দিয়ে নেটাগরিকদের মন জয় করেছে উনি। ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২০ ১৪:২৬
Share: Save:

সত্যজিৎ রায়ের ‘অসমঞ্জবাবুর কুকুর’ গল্পে ব্রাউনিকে মনে আছে? চোখের সামনে কোনও মজাদার ঘটনা ঘটলে ‘হাসত’ ভবানীপুরের বাসিন্দা অসমঞ্জবাবুর পোষ্য কুকুর ব্রাউনি। তার হাসিই রহস্যময় করেছিল গোটা গল্পকে। সম্প্রতি জাপানের ‘উনি’ একই কারণে নেটদুনিয়ার সেনসেশন বনেছে। তবে জাপানের এই পোষ্যের হাসির কারণ হরেক রকম খাবার।

উনি জাপানের টোকিয়ো শহরে থাকে। শিবা ইনু ব্রিডের এই সারমেয়র বয়স মাত্র কয়েক মাস। কিন্তু এর মধ্যেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা এক লক্ষ ছাড়িয়েছে। সেখান থেকে তার দৈনন্দিন জীবনের ছবি-ভিডিয়ো পোস্ট করা হয়। সেই সব ছবিতে দেখা যাচ্ছে, খাবার সামনে থাকলেই ‘হেসে’ ওঠে উনি। তা পিৎজা হোক বা চাউমিন। স্যালাড হোক বা আইসক্রীম।

চোখের সামনে খাবার দেখলেই খুদে উনির মুখের অভিব্যক্তি দেখে মনে হয়, সে আনন্দে হাসছে। মুখের সেই অভিব্যক্তির মাধ্যমেই নেটাগরিকদের হৃদয়ে নিজের জায়গা করেছে উনি। দেখুন সেই পোস্ট—

昨日のドッグラン前にランチをしたベトナム料理 @yoyonam.tokyo さん🍽💓🇻🇳  和え麺とコムガーを頼んだよ🥺❤️ もう本当に本当に美味しくてリピートしたいお店!テラス席はわんちゃんOKです🙆‍♀️💓  ⚠️線路が近いので、電車の音が苦手なわんちゃんはご注意ください。   #柴犬#しばいぬ#豆柴#愛犬#9gagpets #shiba#shibainu#dogstagram#うに#まめしば#いぬのきもち#赤柴#ふわもこ部 #あかしば #犬#しばすたぐらむ#dog #puppy #pet #dogstagram #animal #pets #petstagram #doglover #doggy #mydog#멍스타그램 #개스타그램#9gag 

A post shared by うに🐶UNI (@shiba_uni_20190107) on

কিন্তু কুকুর কি সত্যিই মানুষের মতো হাসতে পারে? এই প্রশ্ন ঘিরে সন্দিহান ছিলেন অসমঞ্জবাবুর কুকুর গল্পের বিভিন্ন চরিত্ররা। উনির ‘হাসি’ ভাইরাল হতেই উঠছে সেই প্রশ্ন। এ ব্যাপারে কলকাতার একটি প্রাণী চিকিৎসাকেন্দ্রের কর্ণধার রাণা গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘রাগ, বিরক্তি, আনন্দ, দুঃখের মতো বিভিন্ন অনুভূতি রয়েছে কুকুরের। পালককে দেখলে বা তাদের সঙ্গে খেলা করলে কুকুররা খুব আনন্দিত হয়। কিন্তু লেজ নেড়ে সেই অনুভূতির প্রকাশ করে। তাই বলে আনন্দিত হয়ে মানুষের মতো হাসছে কুকুর— এ রকম ঘটনার কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই।“আর উনি বা ব্রাউনি-র ‘হাসি’র ব্যাপারে তিনি জানিয়েছেন, ‘‘বিভিন্ন গোত্রের কুকুরের মুখের গড়ন বিভিন্ন রকম হয়। কিছু গোত্রের কুকুর খুশি হলে তাদের মুখের অভিব্যক্তির যে বদল ঘটে তা দেখে মনে হয় যেন হাসছে।’’ সাধারণত যে কুকুরের মুখের গড়ন গোলাকার বা থ্যাবড়া তাদের ক্ষেত্রেই হাসির ব্যাপারটা বেশি মনে হয় বলে জানিয়েছেন তিনি।

この間丸の内に行った日に @adrift_tokyo さんでランチしたよ🍽 テラス席のみわんちゃんOKです🙆‍♀️  それにしてもうにの表情(笑) スライドしてね(笑)   #柴犬#しばいぬ#豆柴#愛犬#9gagpets #shiba#shibainu#dogstagram#うに#まめしば#いぬのきもち#赤柴#ふわもこ部 #あかしば #犬#しばすたぐらむ#dog #puppy #pet #dogstagram #animal #pets #petstagram #doglover #doggy #mydog#멍스타그램 #개스타그램#9gag    

A post shared by うに🐶UNI (@shiba_uni_20190107) on

投稿の時系列がバラバラでごめんなさい😂  愛犬ビレッジに行った日に行った新大久保の韓国料理屋さん「ハンス」🥺 平日の雨の日だった事もあって、2組くらいしかいなかった!笑   テラス席はわんちゃん同伴可のお店です!屋根付きのテラスなのでお天気が悪くても安心です! ⚠️喫煙スペースと同じになっているので、お気をつけください。  #柴犬#しばいぬ#豆柴#愛犬#9gagpets #shiba#shibainu#dogstagram#うに#まめしば#いぬのきもち#赤柴#ふわもこ部 #あかしば #犬#しばすたぐらむ#dog #puppy #pet #dogstagram #animal #pets #petstagram #doglover #doggy #mydog#9gag

A post shared by うに🐶UNI (@shiba_uni_20190107) on

おはうに〜☀️ 今週もがんばろうね🤣💪 #柴犬#しばいぬ#豆柴#愛犬#柴犬マニア#shiba#shibainu#dogstagram#うに#まめしば#いぬのきもち#赤柴#ふわもこ部 #あかしば #犬#しばすたぐらむ#dog #puppy #pet #dogstagram #animal #pets #petstagram #doglover #doggy #mydog#멍스타그램 #개스타그램#cane

A post shared by うに🐶UNI (@shiba_uni_20190107) on

অন্য বিষয়গুলি:

Viral Video Bizarre Japan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy