রুশ সৈনিকের সঙ্গে কঠিন রসিকতা করলেন এক ইউক্রেনীয় মহিলা। তাঁকে দিতে চাইলেন মুঠো ভর্তি সূর্যমুখীর বীজ। রাখতে বললেন পকেটে। কেন?
ওই মহিলা সশস্ত্র এক রুশ সেনা সেনাকে জিজ্ঞাসা করছেন, ‘‘কেন তুমি এখানে দাঁড়িয়ে আছো?’’ ছবি টুইটার
‘প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য/ ধ্বংসের মুখোমুখি আমরা’— ইউক্রেনের নাগরিকরা কি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতাটা পড়েছেন? পড়ে থাকলে হয়ত মনে মনে আউড়াতেন। সেই মনেই পাথর চাপা দিয়ে এক রুশ সৈনিকের সঙ্গে কঠিন রসিকতা করলেন এক ইউক্রেনীয় মহিলা। তাঁকে দিতে চাইলেন মুঠো ভর্তি সূর্যমুখীর বীজ। রাখতে বললেন পকেটে। কেন? কারণ, যুদ্ধে যখন তিনি মারা যাবেন তখন পকেটে রাখা সুর্যমুখী বীজ থেকে চারা বেরবো। ফুল ফুটবে।
ভাবতে বড়ই কাব্যিক। আসলের কঠিন রসিকতা। কিন্তু কেন সূর্যমুখী ফুল? তার আগে প্রেক্ষিতটা জেনে নিন।
টুইটারে একটি ভিডিয়ো শেয়ার হয়েছে। যে ভিডিয়ো নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে। ভিডিয়োতে দেখে যাচ্ছে ওই মহিলা সশস্ত্র এক রুশ সেনা সেনাকে জিজ্ঞাসা করছেন, ‘‘কেন তুমি এখানে দাঁড়িয়ে আছো?’’ উত্তরে সেনা জবাব দিচ্ছেন, ‘‘আমরা পাহারা দিচ্ছি। আপনি চলে যান এখান থেকে।’’ উত্তেজিত মহিলা বলছেন, ‘‘কী জন্য আছো এখানে?’’ সেনা তাঁকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করছেন।
মহিলা আরও উত্তেজিত হয়ে বলছেন, ‘‘তোমরা দখলদার, তোমরা ফ্যাসিস্ট! এই সব বন্দুক নিয়ে তুমি আমাদের দেশে কী করছ?’’ তার কোর্টের পকেট থেকে সূর্যমুখীর বীজ বের করে তার দিকে এগিয়ে দিয়ে বলছেন, ‘‘এগুলো পকেটে রাখো। তুমি যখন এখানে মরে পড়ে থাকবে, তখন বীজগুলি থেকে গাছ হবে। সূর্যমুখী ফুল ফুটবে।’’
কেন সূর্যমুখী ফুল? কারণ, ইউক্রেনের জাতীয় ফুল সূর্যমুখী।
Ukrainian woman confronts Russian soldiers in Henychesk, Kherson region. Asks them why they came to our land and urges to put sunflower seeds in their pockets [so that flowers would grow when they die on the Ukrainian land] pic.twitter.com/ztTx2qK7kB
— UkraineWorld (@ukraine_world) February 24, 2022
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy