বিব্রত মার্কিন প্রেসিডেন্ট? ছবি- পিটিআই।
ফের টুইটারের তোপের মুখে পড়ল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি টুইট। মিনেসোটায় পুলিশের হাতে হাতকড়া পরা এর অভিযুক্তের মৃত্যুর ঘটনা নিয়ে করা প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটটি যাতে আর দেখা না যায়, এ বার সেই ব্যবস্থা করল টুইটার। এর ফলে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে টুইটারের সঙ্ঘাত ভিন্ন মাত্রা পেতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
জাল ব্যাঙ্কনোট সঙ্গে রয়েছে এই সন্দেহে ধৃত এক ব্যক্তির মিনেসোটায় পুলিশের হেফাজতে মৃত্যু হয়। তার পর মিনেসোটায় গত কাল তুমুল বিক্ষোভ হয়। ঘটে অগ্নিসংযোগের ঘটনা।
এর প্রেক্ষিতে টুইটে ট্রাম্প মিনিয়াপোলিসের রাডিকাল লেফট মেয়র জ্যাকব ফ্রে-কে অভিযুক্ত করেন। টুইটে লেখেন, "রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতায় আমেরিকায় মিনিয়াপোলিসের মতো বড় একটি শহরে এমন ঘটনা আমি সমর্থন করতে পারি না। হয় মেয়র জ্যাকব ফ্রে নিজে পরিস্থিতি সামলান, না হলে আমি জাতীয় নিরাপত্তারক্ষী পাঠিয়ে ব্য়বস্থা নেব।'' টুইটার কর্তৃপক্ষ টুইটটিকে সরিয়ে দিয়েছে।
I can’t stand back & watch this happen to a great American City, Minneapolis. A total lack of leadership. Either the very weak Radical Left Mayor, Jacob Frey, get his act together and bring the City under control, or I will send in the National Guard & get the job done right.....
— Donald J. Trump (@realDonaldTrump) May 29, 2020
বৃহস্পতিবার ইমেলের মাধ্যমে ব্যালট নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে ট্রাম্পের দু'টি টুইটের সঙ্গে একটি বিশেষ বার্তা জুড়ে দেওয়া হয়। সঙ্গে এমন কয়েকটি লিঙ্ক দেওয়া হয়, যাতে সংশ্লিষ্ট বিষয়ে ভিন্ন মতামতও জানতে পারেন আমজনতা।
টুইটারের ওই পদক্ষেপের সমালোচনা করে প্রেসিডেন্ট ট্রাম্প সংস্থায় তালা ঝোলানোর হুমকি দেন। তার প্রেক্ষিতে টুইটারের সিইও জ্যাক ডোরসি গত কাল জানান, তাঁরা তাঁদের সিদ্ধান্তে অনড় থাকবেন। বিশ্বের যে কোনও প্রান্তের নির্বাচন সম্পর্কে কোনও টুইটে ভুল বা বিতর্কিত কোনও তথ্য থাকলে তাঁরা ভবিষ্যতেও একই ব্যবস্থা নেবেন।
আরও পড়ুন- চিন নিয়ে মোদীর সঙ্গে কোনও কথাই হয়নি ট্রাম্পের, জানাল সরকারি সূত্র
আরও পড়ুন- বাণিজ্যিক কারণেই সীমান্তের উত্তেজনা জিইয়ে রাখতে চায় চিন, মত বিশেষজ্ঞদের
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy