Transparency International revealed a list of most corrupted countries in the world dgtl
Corrupted Country
দুর্নীতির তালিকায় ‘হিন্দি-চিনি’ ভাই ভাই
দুর্নীতির দৌড়ে কে এগিয়ে, কে পিছিয়ে। এ বারও তার তালিকা প্রকাশ করল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। এই জার্মান সংস্থার তালিকায় একেবারে পাশাপাশি জায়গা করে নিল দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত আর চিন। ২০১৬তে এই দুই দেশই রয়েছে কম দুর্নীতির দিক থেকে ৭৯ নম্বর জায়গায়।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৭ ১৭:০২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২৬
ডেনমার্ক – ২০১৫ সালে সবচেয়ে কম দুর্নীতির দিক থেকে প্রথম স্থানে ছিল ডেনমার্ক। এ বারও সেই জায়গা ধরে রেখেছে। ৯০ স্কোর করে। তবে এ বার ডেনমার্ক একা নয়, প্রথম স্থানে যুগ্ম ভাবে রয়েছে নিউজিল্যান্ডও।
০২২৬
নিউজিল্যান্ড - ৪৫ লক্ষের কিছু বেশি লোকসংখ্যার দেশ নিউজিল্যান্ড ২০১৫ সালে ছিল চার নম্বরে। এবারে উঠে এসেছে প্রথম স্থানে। স্কোর ৯০।
০৩২৬
ফিনল্যান্ড- ২০১৫ সালে দ্বিতীয় স্থানে থাকা ফিনল্যান্ড এবারে এক ধাপ নীচে নেমে গিয়েছে। স্কোর ৮৯।
০৪২৬
সুইডেন- ৮৮ স্কোর করে দুর্নীতির তালিকায় শেষের দিকে চার নম্বর স্থানে সুইডেন। ২০১৫-তে তৃতীয় স্থানে ছিল।
০৫২৬
সুইত্জারল্যান্ড- পঞ্চম স্থানে রয়েছে সুইত্জারল্যান্ড। স্কোর হল ৮৬।
০৬২৬
নরওয়ে- ৮৪ স্কোর করে ষষ্ঠ স্থানে নরওয়ে।
০৭২৬
সিঙ্গাপুর - কম দুর্নীতির তালিকায় ভারত, চিনের থেকে অনেক এগিয়ে সিঙ্গাপুর। ৭ নম্বর স্থানে রয়েছে এই ছোট্ট দেশটি।
০৮২৬
নেদারল্যান্ডস- ২০১৫ সালে ৫ নম্বরে ছিল নেদারল্যান্ডস। ৮৭ স্কোর নেমে ৮৩ স্কোরে নেমে ৮ নম্বর স্থানে চলে এসেছে এ বার।
০৯২৬
কানাডা- ৮২ স্কোর পেয়ে নবম স্থানে কানাডা।
১০২৬
জার্মানি - দশ নম্বর স্থানে রয়েছে জার্মানি। ২০১৫ সালে একই জায়গায় ছিল।
১১২৬
লুক্সেমবার্গ - ২০১৫ সালের মতো এবারেও দশ নম্বর জায়গা ধরে রেখেছে।
১২২৬
ব্রিটেন - ব্রিটেনেও ২০১৫ সালের মতো এবারেও দশ নম্বর স্থানে রয়েছে।
১৩২৬
অস্ট্রেলিয়া- ৭৯ স্কোর করে অস্ট্রেলিয়া রয়েছে ১৩তম স্থানে।
১৪২৬
জাপান- এবারে জাপান দুর্নীতির নিরিখে আরও দুই ধাপ নীচে নেমেছে। ৭২ স্কোর করে ২০ তম জায়গায় রয়েছে জাপান। আগে ছিল ১৮ নম্বরে।
১৫২৬
ফ্রান্স- ৬৯ স্কোর নিয়ে ২৩ তম স্থানে ফ্রান্স।
১৬২৬
আরব আমিরশাহী- বাহামাস এবং চিলি-র মতো আরব আমিরশাহীও ২৪ তম স্থানে রয়েছে। তাদের স্কোর ৬৬।
১৭২৬
ভুটান- ভৌগোলিক দিক থেকে ভারতের থেকে অনেক গুণ ছোট। ঠিক তেমন দুর্নীতির দিক থেকে অনেকটা তলায় প্রতিবেশী রাষ্ট্র ভুটান। ৬৫ স্কোর পেয়ে ২৭ নম্বর স্থানে ভুটান।
১৮২৬
দক্ষিণ কোরিয়া- ৫২ তম স্থানে দক্ষিণ কোরিয়া। ৫৩ স্কোর করেছে দক্ষিণ কোরিয়া।
১৯২৬
ভারত- ৪০ স্কোর করে ৭৯ তম জায়গায় ভারত। ২০১৫তে ভারত ছিল ৭৬তম স্থানে।
২০২৬
চিন- ২০১৫-র তুলনায় চার ধাপ উপরে তুলেছে চিন। ২০১৫তে কম দুর্নীতির নিরিখে ভারতের থেকে পিছিয়ে ছিল প্রতিবেশি এই দেশ। এ বার পাশাপাশি ৭৯ নম্বরে।
২১২৬
শ্রীলঙ্কা- আরও এক প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা রয়েছে ৯৫ তম স্থানে। ৩৬ স্কোর রয়েছে এই দেশের।
২২২৬
পাকিস্তান- আরও এক প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান রয়েছে ভারতের অনেক নীচে। ২০১৫ সাল থেকে মাত্র এক ধাপ উপরে উঠেছে পাকিস্তান।
২৩২৬
নেপাল- ২৯ স্কোর করে ১৩১ তম স্থানে নেপাল।
২৪২৬
রাশিয়া- নেপালের পাশাপাশি রাশিয়াও ১৩১ নম্বর স্থানে।
২৫২৬
বাংলাদেশ- ১৪৫ নম্বর স্থানে রয়েছে বাংলাদেশ। দেশের স্কোর ২৬।
২৬২৬
সোমালিয়া- দুর্নীতির তলানিতে রয়েছে সোমালিয়া। স্কোর মাত্র ১০। ২০১৫ সালেও এই জায়গাতেই দাঁড়িয়ে ছিল।