প্রকাশিত হল টাইম্স হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-এর তালিকা। আসুন দেখে নেওয়া যাক এ বারের তালিকার প্রথম দশে বিশ্বের কোন কোন বিশ্ববিদ্যালয় জায়গা করে নিল।
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৭ ১৬:৫২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
তালিকার প্রথম স্থানে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। গত বারের তালিকাতেও শীর্ষ স্থানেই ছিল এই বিশ্ববিদ্যালয়।
০২১৪
গত বছরের তালিকায় চার নম্বরে থাকা কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এ বছর তালিকার দু’ নম্বরে উঠে এসেছে।
০৩১৪
তালিকার তৃতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি।
০৪১৪
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি সঙ্গেই তালিকার তৃতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ও।
০৫১৪
তালিকার পঞ্চম স্থানটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট্স ইন্সটিটিউট অফ টেকনোলজি-এর দখলে।
০৬১৪
সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকার ছ’ নম্বরে রয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।
০৭১৪
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় রয়েছে এই তালিকার সাত নম্বরে।
০৮১৪
সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকার আটে জায়গা করে নিয়েছে ইম্পিরিয়াল কলেজ, লন্ডন।
০৯১৪
এই তালিকার নবম স্থানে রয়েছে শিকাগো বিশ্ববিদ্যালয়।
তালিকার ২৫১ থেকে ৩০০ নম্বরের মধ্যে স্থান পেয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (আইআইএসসি)। তালিকায় এটিই প্রথম ভারতীয় বিশ্ববিদ্যালয়।
১২১৪
এর পর যে ভারতীয় বিশ্ববিদ্যালয় এই তালিকায় জায়গা পেয়েছে তা হল আইআইটি বম্বে। তালিকার ৩৫১ থেকে ৪০০-র মধ্যে স্থান পেয়েছে এই বিশ্ববিদ্যালয়।
১৩১৪
৫০১ থেকে ৬০০-র মধ্যে স্থান পেয়েছে আইআইটি দিল্লি, আইআইটি কানপুর, আইআইটি খরগপুর এবং আইআইটি রুরকি।
১৪১৪
পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয় এই তালিকার ৬০১ থেকে ৮০০-র মধ্যে স্থান পেয়েছে। এরই সঙ্গে রয়েছে আইআইটি মাদ্রাজ, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়ের মতো বেশ কিছু নামী শিক্ষা প্রতিষ্ঠান।