চলন্ত ট্রেলারের পেছনের দরজা থেকে হঠাত্ই রাস্তায় পড়ে গেল বাঘটি। রাস্তার উপরেই কয়েক প্রস্থ গড়াগড়ি খেয়ে কোনও রকমে নিজেকে সামলে নিল সে। দু’পাশ থেকে তখন একের পর এক গাড়ি চলে যাচ্ছে। এর পরেই বাঘটিকে দেখা গিয়েছে, ব্যস্ততায় ভরা রাজপথে। সার বাধা গাড়ির ভেতর দিয়ে নিজের রাস্তা করে নিয়েই কখনও দ্রুততায়, কখনও হেলতে দুলতে ঘুরে বেড়াচ্ছে সে। এমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কাতারের দোহার জাতীয় সড়কে এমন করে বাঘ বেরিয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে। টনক নড়েছে প্রশাসনেরও। কী ভাবে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখার আশ্বাস দিয়ে টুইট করেছেন মন্ত্রী। মধ্য প্রাচ্যের দেশগুলিতে বাঘ পোষার রেওয়াজ আছে। ওই বাঘটি কোনও ব্যক্তির কি না, কী ভাবে ট্রেলার থেকে পড়ে গেল, কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছিল তাকে— কিছুই জানা যায়নি।
দেখুন সেই ভিডিও
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy