This Pakistani boy can twist his neck 180 degrees, watch it dgtl
International News
১৮০ ডিগ্রি মাথা ঘোরাতে পারে এই কিশোর!
দেখে সত্যি তাজ্জব বনে যেতে হয়। এমনিতে সাধারণ হলেও চরম অসাধারণত্ব লুকিয়ে আছে তার মধ্যে। অবলীলায় নিজের মাথা ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে এই কিশোর।
সংবাদ সংস্থা
করাচিশেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৭ ১১:৫৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৬
১৪ বছরের এই ছেলেটির নাম মহম্মদ সমীর। পাকিস্তানের করাচিতে থাকে সে।
০২০৬
তার এই অদ্ভুত প্রতিভার জন্য স্থানীয়দের মধ্যে খুবই জনপ্রিয় সমীর। পরিচিত মহলে ‘হিউম্যান আউল’ নামে পরিচিত সে।
০৩০৬
পরিচিত, বন্ধু-বান্ধবদের মধ্যে তো বটেই, সোশ্যাল মিডিয়াতেও প্রায়শই নিজের এই ট্যালেন্ট নিয়ে হাজির হয় সমীর। নেট দুনিয়াতেও সে যথেষ্ট জনপ্রিয়।
০৪০৬
৫-৬ বছর বয়স থেকেই হাতের সাহায্যে নিজের মাথা প্রায় পুরোটা ঘুরিয়ে দিতে পারত সে। সমীর জানিয়েছে একটি হলিউড ছবি দেখে এই কায়দা সে রপ্ত করেছে। এখন নিয়মিত এটি অনুশীলন করে সে।
০৫০৬
সমীরের ইচ্ছা বড় হয়ে সে হলিউড অভিনেতা হবে।
০৬০৬
কিন্তু হৃদপিণ্ডের অসুখে বাবা অসুস্থ হওয়ায় মাঝ-পথেই পড়াশোনা ছেড়ে রোজগারের পথে নামতে হয়েছে সমীরকে।