Advertisement
০৫ নভেম্বর ২০২৪
International News

২০ কিলোটনের পরমাণু হামলাও সহ্য করতে পারে বিশ্বের সুরক্ষিততম এই বাড়ি!

উপর থেকে দেখে কিছুই বোঝার উপায় নেই। এই বিপুল ‘কর্মযজ্ঞ’ দেখতে গেলে মাটির নীচে নেমে যেতে হবে ৪৫ ফুট। এরপরেই চোখে পড়বে বিলাসবহুল ভূগর্ভস্থ বাড়িটি। দাবি, এটাই পৃথিবীর সুরক্ষিততম বাড়ি। কিন্তু কেন?

মাটির ৪৫ ফুট নীচে রয়েছে এই বাড়ি

মাটির ৪৫ ফুট নীচে রয়েছে এই বাড়ি

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৭ ১১:০৯
Share: Save:

উপর থেকে দেখে কিছুই বোঝার উপায় নেই। এই বিপুল ‘কর্মযজ্ঞ’ দেখতে গেলে মাটির নীচে নেমে যেতে হবে ৪৫ ফুট। এরপরেই চোখে পড়বে বিলাসবহুল ভূগর্ভস্থ বাড়িটি। দাবি, এটাই পৃথিবীর সুরক্ষিততম বাড়ি। কিন্তু কেন?

জর্জিয়ার সাভানার কাছে মাটির নীচে ৩২ একর এলাকা জুড়ে রয়েছে এই অভিনব বাড়ি। আসলে বাড়ি নয়, আস্ত একটা বাঙ্কার। খল নলচে বদলে যা সুরক্ষিততম বাড়ির তকমা পেয়েছে।

১৯৬৯-এর যুদ্ধের সময় জর্জিয়ার সেনা ইঞ্জিনিয়রা তৈরি করেছিল এই বাঙ্কার। ২০১২ সালে আমূল ভোল বদলানো হয় এর। এই মুহূর্তে ‘ব্যাসন হোল্ডিং’ নামের একটি বেসরকারি সংস্থার মালিকানায় রয়েছে বাঙ্কারটি। ‘ব্যাসন হোল্ডিং’-এর মালিক ক্রিস স্যালামন জানান, শীঘ্রই বিক্রি করা হবে বাড়িটি। এই মুহূর্তে ১ কোটি ৭৫ লক্ষ ডলার দাম নির্ধারিত হয়েছে এই বাড়িটির জন্য।

আরও পড়ুন: তথ্যপ্রযুক্তি শিল্পে চাকরির জন্য উপযুক্ত নন দেশের ৯৫% হবু ইঞ্জিনিয়র!

অন্দরমহলের সজ্জা

‘ব্যাসন হোল্ডিং’-এর দাবি, এই বাড়িটির প্রতিটি দেওয়াল ৩ ফুট চওড়া। এক লক্ষ ডলারের সিসিটিভি ক্যামেরা রয়েছে এখানে। দাবি, যে কোনও ধরনের প্রাকৃতিক বিপর্যয়, বড়সড় বিস্ফোরণ সহ্য করার ক্ষমতা রয়েছে এই বাড়ির। ২০ কিলোটন পর্যন্ত পরমাণু বিস্ফোরণের তীব্রতাও সহ্য করতে পারবে এই বাড়ি। ক্রিস জানান, বিশ্ব জুড়ে ক্রমান্বয়ে বাড়তে থাকা যুদ্ধ এবং জঙ্গি আক্রমণ থেকে বাঁচতে এই বাড়ির গুরুত্ব অপরিসীম।

‘ব্যাসন হোল্ডিং’-এর তরফে বলা হয়েছে, যে কেউ ব্যক্তিগত ব্যবহারের জন্য, ব্যবসায়িক কাজে বা সরকারি কাজে ব্যবহারের জন্য এই বাড়ি কিনতে পারেন। ক্রেতার পছন্দ মতো ইন্টিরিয়র পরিবর্তন করাও সম্ভব বলে জানিয়েছে এই সংস্থা।

পাঁচ তারা হোটেলের থেকে কোনও অংশে কম যায় না এই বাড়ি

‘ব্যাসন হোল্ডিং’-এর সিইও মার্টিন ম্যাকডারমট বলেন, ‘‘এই বাড়ি আপনাকে যেমন সুরক্ষিত রাখবে, তেমনই আরামও দেবে। কারণ এতে পাঁচ তারা হোটেলের মতোই সমস্ত অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে।’’

তবে সুরক্ষার জন্য সংস্থার তরফে বাড়িটির সঠিক ঠিকানা জানানো হয়নি।

(ছবি: সংগৃহীত)

অন্য বিষয়গুলি:

House Home Bizarre Safest House Georgia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE