ছোটদের ভয় দেখাতে অনেক বড়ই চোখ বড় করেন। কিন্তু এত বড়! আশ্চর্য লাগলেও সেটাই করে দেখালেন এই মহিলা। চোখের মণি যেন বেরিয়ে আসছে! আর তার জোরে গিনেস রেকর্ডও গড়লেন। চোখ খোলার পরে নীচের পাতা থেকে উপরের পাতার দূরত্ব ১২ মিলিমিটার। মানে প্রায় পৌনে এক ইঞ্চি!
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর অফিসিয়াল ইনস্টাগ্রামে এই চোখ খোলার ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানেই উল্লেখ করা হয়েছে যে, কিম গডম্যান নামে এই মহিলাই বিশ্বে সবচেয়ে বড় করে চোখ খুলতে পেরেছেন। বলা হয়েছে, এই রেকর্ড ‘ফার্দেস্ট আইবল পপ’ ক্যাটাগরিতে রেকর্ড গড়ার স্বীকৃতি পেলেন কিম।
Farthest eyeball pop 👁👁 12 mm (0.47 in) by Kim Goodman 🇺🇸
ভিডিওটি পোস্ট হওয়ার পর পরই তা ভাইরাল হয়ে যায়। লাইক আর কমেন্ট তো আছেই সেই সঙ্গে বেড়েই চলেছে ভিউয়ের সংখ্যা। অবাক চোখে চোখ খোলা দেখছেন নেটাগরিকরা।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ৯৭৮৯৪ নতুন করোনা সংক্রমণ, মোট সুস্থ ৪০ লক্ষ পেরলো
আরও পড়ুন: বাড়ি থেকে পালিয়ে অফিসার হয়ে ফিরলেন মেয়ে, বিয়ের চাপে ঘর ছেড়েছিলেন সাত বছর আগে