এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
রসিক মানুষরা শুনলে বেশ খুশিই হতে পারেন। এক বোতল বিয়ার মিলবে শুধুমাত্র সাইকেল চালালেই! ইউরোপের একটি শহরে রয়েছে এই রকমই ব্যবস্থা।
০২১২
সাইকেল ছাড়া কিছু ক্ষেত্রে গণ পরিবহণ ব্যবহার করলেও মিলতে পারে বিয়ারের বোতল।
০৩১২
ইতালির বোলোগনা শহরে বছর দু’য়েক ধরে চালু রয়েছে এই পরিষেবা।
০৪১২
হাঁটলেও মিলতে পারে বিয়ার। আর সে ক্ষেত্রে বিয়ারের বোতল এক থেকে বেড়ে হবে দুই।
০৫১২
কিছু ক্ষেত্রে সাইকেল চালালে বিয়ার ছাড়া আইসক্রিমও মিলতে পারে।
০৬১২
মিলতে পারে সিনেমার টিকিটও।
০৭১২
দূষণের হাত থেকে শহরকে বাঁচাতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। একে বলা হচ্ছে গ্রিন ট্র্যাভেল।
০৮১২
বেইলা মোসা প্রকল্পে দূষণ রুখতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। গাছ পোঁতাও বাড়ানো হয়েছে শহরে। নজরদারির জন্য তৈরি করা হয়েছে বিশেষ বেটারপয়েন্টস অ্যাপ।
০৯১২
এই ব্যবস্থা প্রথম শুরু করেন মার্কো আমাদোর নামে এক ব্যক্তি। তিনি বলেন, প্রয়োজনে এক সঙ্গে দু’জনও যাতায়াত করা যায় সাইকেল। একে বলে পয়েন্ট কালেকশন। সে ক্ষেত্রেও বিয়ারের বোতল এক থেকে দুই হওয়ারও সম্ভাবনা রয়েছে।
১০১২
১০০ জন স্থানীয় ব্যবসায়ী যোগ গিয়েছেন এই উদ্যোগে। একটা অ্যাপও রয়েছে সাইকেলের দূরত্ব বা হাঁটার দূরত্ব মাপতে। সেই দূরত্বের উপরেই নির্ভর করে পুরস্কার।
১১১২
অ্যাপে ধরা পড়েছে, এক বছরে প্রায় ৩০.৭ লক্ষ কিলোমিটার হেঁটেছেন নাগরিকরা।
১২১২
দিনে চার বার যাতায়াত ‘লগ’ করা যাবে অ্যাপে। তবে বছরে মাত্র চার (বিশেষ ক্ষেত্রে ছয়) মাস কাজ করে এই অ্যাপ। অর্থাত্ ওই চার মাস হাঁটার উপরেই মিলবে পুরস্কার।