Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Chandelier wedding cake

ছাদ থেকে যা ঝুলছে তা মোটেই ঝাড়বাতি নয়, এটি দিব্যি কেটে খাওয়া যায়!

ছাদ থেকে নেমে আসছে একটি ঝাড়বাতি। আর কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে, সেই ঝাড়বাতি কেটে খাচ্ছেন কয়েক জন। চমকাবেন না, এটি ঝাড়বাতির মতো দেখতে একটি কেক।

ঝাড়বাতি কেক। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

ঝাড়বাতি কেক। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
কুয়ালা লামপুর শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২০ ২০:০৮
Share: Save:

প্রত্যেকেই হয়তো তাঁর বিয়ের মতো গুরুত্বপূর্ণ দিনটিকে স্মরণীয় করে রাখতে চান, যেমনটা চেয়েছিলেন মালয়েশিয়ার এই সেলিব্রিটি দম্পতি। গত ২০ ফেব্রুয়ারি বিয়ে করেন অভিনেতা আইমান হাকিম রিদজা ও অভিনেত্রী জাহিরা ম্যাকউইলসন। আর তাঁদের বিয়ের আসরের কিছু ছবি, ভিডিয়ো এখন ভাইরাল।

সেলিব্রিটি দম্পতির বিয়ের একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, ছাদ থেকে নেমে আসছে একটি ঝাড়বাতি। আর কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে, সেই ঝাড়বাতি কেটে খাচ্ছেন কয়েক জন। চমকাবেন না, এটি ঝাড়বাতির মতো দেখতে একটি কেক।

সেলিব্রিটি দম্পতি আইমানও জাহিরা-র ইচ্ছে ছিল তাঁদের বিয়েতে এমন একটি ঝাড়বাতি কেক থাকবে। তাই তাঁরা ‘লিলি অ্যান্ড লোলা কেকস’ নামে এক কোম্পানিকে দায়িত্ব দেন। কেক কোম্পানি তাঁদের ইচ্ছা পূর্ণ করতে একটি ‘আট তলা’ কেক বানিয়ে দেয়।

আরও পড়ুন: মস্কোর রাস্তা থেকে ব্যাটম্যানের গাড়ি টেনে নিয়ে গেল পুলিশ!

কেকটিকে বিয়ের অনুষ্ঠানস্থলের বিল্ডিংয়ের ছাদে ঝুলিয়ে দেয়। এবার আপনি ভাবছেন, ছাদে ঝুলন্ত কোনও কেক খাওয়া হবে কী করে? তারও উপায় ছিল। কেকটি ছাদ থেকে ধীরে ধীরে নেমে আসার ব্যবস্থা করা ছিল। নেমে আসার পার সেই ভ্যানিলা ফ্লেভারের কেক কাটেন সেলিব্রিটি নবদম্পতি।

আরও পড়ুন: চাঁদার তিন কোটি টাকায় ডিজনিল্যান্ড যাবে না সহপাঠীদের নির্যাতনের শিকার কোয়াডেন!

দেখুন সেই পোস্ট:

Z A H I R A H When the stars align it’s meant to be. This cake took 3 years to find the right bride & groom. As cake designers , last night was a perfect fit for us, from the venue @glamhall , to the event planner @mahligaicreative & of course the bride @zahirahmacwilson & groom @aimanhakimridza. It just came together perfectly. Coincidentally without knowing Zahirah mentioned to her planner that she wanted the cake to hang somehow, while we, all along had this chandelier cake idea in our heads for her . How crazy is that ? All in all alhamdulillah, our dream cake finally came to life 💕 #kekchandelier #zahirAH #cakechandelier #zahirahxaiman #kekviral2020

A post shared by Lily & Lola Cakes (@lilylolacakes) on

Z A H I R A H Our Chandelier cake dream come true for @zahirahmacwilson dreamy wedding . This complete idea took 3 years in the making & only finalised hours before the wedding ! Thank you @mahligaicreative for realising this dream and making it move, can you believe it ?! The bride didn’t even realised it was hanging above the whole time! So magical when the cake came down. Alhamdulillah for tonight . Selamat pengantin baru to @zahirahmacwilson & @aimanhakimridza thank you for trusting us on your big day . Btw Vanilla cake for the couple tonight 🥰 cake : @lilylolacakes event planner : @mahligaicreative venue : @glamhall dress : @rizmanruzaini 📸 : @cstproduction #zahirah #hlivekongsi #hliveeksklusif

A post shared by Lily & Lola Cakes (@lilylolacakes) on

তবে ওই সংস্থা এর আগেও এমন কেক বানিয়েছে। তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডলে সেই ভিডিয়ো পাওয়া যায়।

দেখুন সেই ভিডিয়ো:

Swipe left to see @zahirahmacwilson & @aimanhakimridza cut their cake . Vanilla & whipped cream flavour for the beautiful couple last night #zahirah #zahirahxaiman #kekchandelier #chandeliercake #kekkahwin2020

A post shared by Lily & Lola Cakes (@lilylolacakes) on

অন্য বিষয়গুলি:

Viral video Cake Wedding
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy