Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Nike

নাইকির এই স্পোর্টস শু-র দাম ৩ কোটি টাকা, কেন জানেন?

নাইকি সম্প্রতি একটি পুরনো স্পোর্টস শু নিলামে তোলে যার দাম আগের সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। কেন এত দাম, কে-ই বা কিনল, সে বিষয়ে জেনে নেওয়া যাক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৯ ১০:৩০
Share: Save:
০১ ০৯
নাইকি সম্প্রতি একটি পুরনো স্পোর্টস শু নিলামে তুলেছিল যার দাম আগের সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। কেন এত দাম, কে-ই বা কিনলেন, সে বিষয়ে জেনে নেওয়া যাক।

নাইকি সম্প্রতি একটি পুরনো স্পোর্টস শু নিলামে তুলেছিল যার দাম আগের সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। কেন এত দাম, কে-ই বা কিনলেন, সে বিষয়ে জেনে নেওয়া যাক।

০২ ০৯
নিলাম হল নাইকির ৪৭ বছরের পুরনো একটি স্পোর্টস শু। বিশ্বে এখনও পর্যন্ত নিলাম হওয়া পুরনো স্পোর্টস শু-র মধ্যে সবচেয়ে দামি এটি।

নিলাম হল নাইকির ৪৭ বছরের পুরনো একটি স্পোর্টস শু। বিশ্বে এখনও পর্যন্ত নিলাম হওয়া পুরনো স্পোর্টস শু-র মধ্যে সবচেয়ে দামি এটি।

০৩ ০৯
সম্প্রতি নিউ ইয়র্কের সদবি অকশন হাউসে নিলাম হয় নাইকি-র এই স্পোর্টস শু-র।

সম্প্রতি নিউ ইয়র্কের সদবি অকশন হাউসে নিলাম হয় নাইকি-র এই স্পোর্টস শু-র।

০৪ ০৯
অকশন হাউস সদবি সূত্রে খবর, ৩ কোটি টাকায় নাইকির স্পোর্টস শু কেনেন কানাডার বিজনেস টাইকুন মাইলস নাদাল। বিভিন্ন দুর্লভ জিনিস সংগ্রহে রয়েছে তাঁর। সেই তালিকায় এ বার সংযোজন হল নাইকির এই স্পোর্টস শু।

অকশন হাউস সদবি সূত্রে খবর, ৩ কোটি টাকায় নাইকির স্পোর্টস শু কেনেন কানাডার বিজনেস টাইকুন মাইলস নাদাল। বিভিন্ন দুর্লভ জিনিস সংগ্রহে রয়েছে তাঁর। সেই তালিকায় এ বার সংযোজন হল নাইকির এই স্পোর্টস শু।

০৫ ০৯
নিলামে মাইলস মোট ১০০ জোড়া দুর্লভ জুতো কিনেছেন। যার মোট দাম ৫ কোটি ৮৬ লক্ষ টাকা। আর এদের মধ্যে নাইকির স্পোর্টস শু সবচেয়ে দামি।

নিলামে মাইলস মোট ১০০ জোড়া দুর্লভ জুতো কিনেছেন। যার মোট দাম ৫ কোটি ৮৬ লক্ষ টাকা। আর এদের মধ্যে নাইকির স্পোর্টস শু সবচেয়ে দামি।

০৬ ০৯
১৯৭২ সালে মিউমিখ অলিম্পিক্সে ট্রায়ালের জন্য স্পোর্টস শু-র ডিজাইন করেছিলেন নাইকি-র কো-ফাউন্ডার ও ট্র্যাক অ্যান্ড ফিল্ড কোচ বিল বাওয়ারম্যান।

১৯৭২ সালে মিউমিখ অলিম্পিক্সে ট্রায়ালের জন্য স্পোর্টস শু-র ডিজাইন করেছিলেন নাইকি-র কো-ফাউন্ডার ও ট্র্যাক অ্যান্ড ফিল্ড কোচ বিল বাওয়ারম্যান।

০৭ ০৯
সে সময় স্পোর্টস শু-র নাম রাখা হয়েছিল ‘মুন শু’।

সে সময় স্পোর্টস শু-র নাম রাখা হয়েছিল ‘মুন শু’।

০৮ ০৯
মোট ১২ জোড়া ‘মুন শু’ বানানো হয়েছিল অলিম্পিক্স ট্রায়ালের জন্য।

মোট ১২ জোড়া ‘মুন শু’ বানানো হয়েছিল অলিম্পিক্স ট্রায়ালের জন্য।

০৯ ০৯
এর আগে ২০১৭ সালে প্রখ্যাত মার্কিন বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডনের জুতো ১ কোটি ৩ লক্ষ টাকায় নিলাম হয় নিউ ইয়র্কে। ১৯৮৪-র অলিম্পিক্সের ফাইনালে ওই জুতো পরে খেলেছিলেন জর্ডন।

এর আগে ২০১৭ সালে প্রখ্যাত মার্কিন বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডনের জুতো ১ কোটি ৩ লক্ষ টাকায় নিলাম হয় নিউ ইয়র্কে। ১৯৮৪-র অলিম্পিক্সের ফাইনালে ওই জুতো পরে খেলেছিলেন জর্ডন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE