ইউএফও:একাধিক বিমানচালকের দাবি, ককপিটে বসে বহু বার আনআইডেনটিফায়েড ফ্লাইং অবজেক্টস বা ইউএফও-র দেখা পেয়েছেন তাঁরা। ১৯৪৭ সালে বিমানচালক কেনেথ আর্নল্ড শিয়াটেলের আকাশে ইংরেজি ‘ভি’ অক্ষরের মতো ইউএফও দেখতে পান বলে প্রথম দাবি করেন। সম্প্রতি ২০১৮-র নভেম্বরে আয়ারল্যান্ডের উপকূলের কাছেও এর সন্ধান মিলেছে বলে বিমানচালকরাজানান।