Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Saudi Arabia

দূষণহীন, কৃত্রিম বুদ্ধিমত্তায় নজরদারি... আক্ষরিক অর্থেই আধুনিক শহর তৈরি হচ্ছে এই দেশে

শহর মানেই আমাদের কাছে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা ইট-পাথরের দেওয়াল, কারখানার শব্দ, গাড়ির ধোঁয়া-হর্ন এবং অসংখ্য মানুষের ভিড়ে প্রকৃতিকে হারিয়ে ফেলা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২১ ১৫:১৬
Share: Save:
০১ ১৪
শহর মানেই আমাদের কাছে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা ইট-পাথরের দেওয়াল, কারখানার শব্দ, গাড়ির ধোঁয়া-হর্ন এবং অসংখ্য মানুষের ভিড়ে প্রকৃতিকে হারিয়ে ফেলা।

শহর মানেই আমাদের কাছে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা ইট-পাথরের দেওয়াল, কারখানার শব্দ, গাড়ির ধোঁয়া-হর্ন এবং অসংখ্য মানুষের ভিড়ে প্রকৃতিকে হারিয়ে ফেলা।

০২ ১৪
কিন্তু জানেন কি সৌদি আরব এমন একটি শহর বানাচ্ছে যেখানে শহরের সমস্ত সুযোগ সুবিধা থাকছেই কিন্তু কোনও দূষণ থাকবে না। না থাকবে গাড়ি চলাচলের রাস্তা না থাকবে কোনও গাড়ি!

কিন্তু জানেন কি সৌদি আরব এমন একটি শহর বানাচ্ছে যেখানে শহরের সমস্ত সুযোগ সুবিধা থাকছেই কিন্তু কোনও দূষণ থাকবে না। না থাকবে গাড়ি চলাচলের রাস্তা না থাকবে কোনও গাড়ি!

০৩ ১৪
এই শহরের নাম ‘দ্য লাইন’। নিওম প্রকল্পের অধীনেই তৈরি হচ্ছে এ শহর। যাকে ভবিষ্যতের শহর বলা হচ্ছে। সম্পূর্ণ কার্বনমুক্ত শহর হতে চলেছে এটি। সৌদির তাবুকে লোহিত সাগরের তীরে গড়ে উঠবে এই শহর।

এই শহরের নাম ‘দ্য লাইন’। নিওম প্রকল্পের অধীনেই তৈরি হচ্ছে এ শহর। যাকে ভবিষ্যতের শহর বলা হচ্ছে। সম্পূর্ণ কার্বনমুক্ত শহর হতে চলেছে এটি। সৌদির তাবুকে লোহিত সাগরের তীরে গড়ে উঠবে এই শহর।

০৪ ১৪
নিওম উন্নয়ন প্রকল্পের ঘোষণা করা হয় ২০১৭ সালে। সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমনের পরিকল্পনা এই প্রকল্প।

নিওম উন্নয়ন প্রকল্পের ঘোষণা করা হয় ২০১৭ সালে। সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমনের পরিকল্পনা এই প্রকল্প।

০৫ ১৪
তেল ছাড়াও সৌদি আরবের অর্থনীতির আরও দিক উন্মোচনের জন্যই এই পরিকল্পনা। ভবিষ্যতে এই প্রকল্প সৌদির পর্যটন শিল্পের প্রসার ঘটাবে বলে মনে করেন যুবরাজ।

তেল ছাড়াও সৌদি আরবের অর্থনীতির আরও দিক উন্মোচনের জন্যই এই পরিকল্পনা। ভবিষ্যতে এই প্রকল্প সৌদির পর্যটন শিল্পের প্রসার ঘটাবে বলে মনে করেন যুবরাজ।

০৬ ১৪
১০ হাজার বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত নিওম প্রকল্প। তার অধীনে তৈরি হওয়া ‘দ্য লাইন’ শহরটির বিস্তৃতি লম্বায় ১৭০ কিলোমিটার।

১০ হাজার বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত নিওম প্রকল্প। তার অধীনে তৈরি হওয়া ‘দ্য লাইন’ শহরটির বিস্তৃতি লম্বায় ১৭০ কিলোমিটার।

০৭ ১৪
এমন ভাবেই এই শহরের নকশা করা হয়েছে যাতে শহুরে জীবনের যাবতীয় সুবিধা একেবারে হাতের কাছে চলে আসবে। কোনও কিছুর জন্যই গাড়িতে ওঠার প্রয়োজন পড়বে না।

এমন ভাবেই এই শহরের নকশা করা হয়েছে যাতে শহুরে জীবনের যাবতীয় সুবিধা একেবারে হাতের কাছে চলে আসবে। কোনও কিছুর জন্যই গাড়িতে ওঠার প্রয়োজন পড়বে না।

০৮ ১৪
স্কুল, হাসপাতাল, রেস্তোরাঁ, কফি শপ, বইয়ের দোকান থেকে অফিস, বাড়ি থেকে হাঁটা পথে ১০ মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে সবই।

স্কুল, হাসপাতাল, রেস্তোরাঁ, কফি শপ, বইয়ের দোকান থেকে অফিস, বাড়ি থেকে হাঁটা পথে ১০ মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে সবই।

০৯ ১৪
শহরটি তৈরি করতে খরচ হবে ৫ হাজার কোটি ডলার। খুব তাড়াতাড়ি এই শহরের কাজ শুরু হবে। এই শহরে অন্তত ১০ লাখ মানুষ বাস করতে পারবেন।

শহরটি তৈরি করতে খরচ হবে ৫ হাজার কোটি ডলার। খুব তাড়াতাড়ি এই শহরের কাজ শুরু হবে। এই শহরে অন্তত ১০ লাখ মানুষ বাস করতে পারবেন।

১০ ১৪
শহরটি ২০৩০ সাল নাগাদ সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। এটি হবে একটি ত্রিস্তরীয় শহর। যার একেবারে উপর স্তর হবে বসবাসের জন্য। সেখানে কোনও গাড়ি চলাচল করবে না।

শহরটি ২০৩০ সাল নাগাদ সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। এটি হবে একটি ত্রিস্তরীয় শহর। যার একেবারে উপর স্তর হবে বসবাসের জন্য। সেখানে কোনও গাড়ি চলাচল করবে না।

১১ ১৪
তার নীচের স্তর মূলত পরিকাঠামোর উন্নতির জন্য থাকবে এবং একেবারে নীচের স্তর দিয়ে ছুটবে গাড়ি, ট্রেন। শহরটি রাস্তা বরাবরই বিস্তৃত হবে। সে কারণে শহরটির আকার হবে লম্বাটে। প্রতিটি স্তরেই নজরদারি রাখা হবে কৃত্তিম বুদ্ধিমত্তার মাধ্যমে।

তার নীচের স্তর মূলত পরিকাঠামোর উন্নতির জন্য থাকবে এবং একেবারে নীচের স্তর দিয়ে ছুটবে গাড়ি, ট্রেন। শহরটি রাস্তা বরাবরই বিস্তৃত হবে। সে কারণে শহরটির আকার হবে লম্বাটে। প্রতিটি স্তরেই নজরদারি রাখা হবে কৃত্তিম বুদ্ধিমত্তার মাধ্যমে।

১২ ১৪
এই শহরকে কেন্দ্র করে ৩ লাখ ৮০ হাজার মানুষের কর্মসংস্থান হবে এবং দেশের জিডিপি-তে অন্তত ৪ হাজার ৮০০ কোটি ডলার যোগ হবে, জানিয়েছেন সৌদির যুবরাজ। এই স্মার্ট শহর সৌদির পর্যটন ব্যবসারও প্রসার ঘটাতে সাহায্য করবে বলে আশা করেন তিনি।

এই শহরকে কেন্দ্র করে ৩ লাখ ৮০ হাজার মানুষের কর্মসংস্থান হবে এবং দেশের জিডিপি-তে অন্তত ৪ হাজার ৮০০ কোটি ডলার যোগ হবে, জানিয়েছেন সৌদির যুবরাজ। এই স্মার্ট শহর সৌদির পর্যটন ব্যবসারও প্রসার ঘটাতে সাহায্য করবে বলে আশা করেন তিনি।

১৩ ১৪
যে এলাকা জুড়ে তৈরি হচ্ছে নিওম প্রকল্প তার একটা অংশে সৌদির হুয়াইত গোষ্ঠীর প্রায় ২০ হাজার মানুষ বসবাস করেন।

যে এলাকা জুড়ে তৈরি হচ্ছে নিওম প্রকল্প তার একটা অংশে সৌদির হুয়াইত গোষ্ঠীর প্রায় ২০ হাজার মানুষ বসবাস করেন।

১৪ ১৪
তাঁদের উৎখাত করার আশঙ্কা তৈরি হয়েছে। তবে এখনও সৌদি প্রশাসনের তরফে তাঁদের পুনর্বাসনের কোনও ব্যবস্থার করা জানানো হয়নি।

তাঁদের উৎখাত করার আশঙ্কা তৈরি হয়েছে। তবে এখনও সৌদি প্রশাসনের তরফে তাঁদের পুনর্বাসনের কোনও ব্যবস্থার করা জানানো হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy